সংখ্যা ১ ( যে কোনও মাসে ১, ১০, ১৯ এবং ২৮ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
গণেশ বলেছেন, রাজনৈতির ও সামাজিক সীমানা আজ বৃদ্ধি পাবে। কিছু সময়ের জন্য আটকে থাকা জিনিসগুলো গতি পাবে। শিশুদের সমস্যা সমাধানে আপনার সহযোগিতা কাজে আসবে। কিছু অসৎ উদ্দেশ্যপ্রণোদিত লোক আপনাকে অসম্মান ও অপমান করতে পারে। নেতিবাচক কাজের লোকদের থেকে দূরে থাকুন। শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ও অন্যায় কাজ থেকে মন সরিয়ে পড়ায় মন দিন।