সংখ্যা ৯ ( যে কোনও মাসে ৯, ১৮ এবং ২৭ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
গণেশ বলেছেন, কোনও অমীমাংসিত অর্থ প্রাপ্তির মাধ্যমে আপনার আর্থিক অবস্থা ভালো হবে। আজ যে কোনও বিষয় ঘনিষ্ঠ বন্ধুর পরামর্শ নিন। আজ বড়দের মতামত কাজে আসবে। কাশি, সর্দি, জ্বরের সমস্যা দেখা গিতে পারে। পারিবারিক ও ব্যক্তিগত জীবনের সম্পর্কের মধ্যে মাধুরতা আসবে। আজ কোনও অনুচিত কাজ করবেন না। এতে বাড়বে নিজের বিপদ।