সংখ্যা ১ ( যে কোনও মাসে ১, ১০, ১৯ এবং ২৮ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
পরিবারে চলতে থাকা ভুল বোঝাবুঝি আজ শেষ হবে। বাড়ির পরিবেশ আজ স্বাভাবিক থাকবে। আজ বাড়িতে কোনও সংস্কারের কাজ শুরু করতে পারেন। তবে, আজ কোনও কাছের ব্যক্তির সঙ্গে বিবাদ হতে পারে। আজ যতই রাগ হোক না কেন রূঢ় ও আপত্তিকর ভাষা ব্যবহার করবেন না। আজ ব্যবসায় লাভের কোনও নিশ্চয়তা নেই।