সংখ্যা ৯ ( যে কোনও মাসে ৯, ১৮ এবং ২৭ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
গণেশ বলেছেন, কোনও আটকে থাকা টাকা আজ ফেরত পাবেন। গৃহ পরিবর্তনের পরিকল্পনা থাকলে তা বাস্তবায়নের আজই উপযুক্ত দিন। জমি বা যানবাহন সংক্রান্ত ঋণ নেওযাপ ব্যাপারে সতর্ক থাকুন। নিজের রাগ নিয়ন্ত্রণে রাখুন। তা না বলে বিপদে পড়তে পারেন। কর্মক্ষেত্রে সব রাজেপ রক্ষণা বেক্ষণ করন।