বাঙালির বারো মাসে তোরো পর্বনের মধ্যে অন্যতম বড় উৎসব হল রথযাত্রা উৎসব। প্রতিবছর মহা ধূমধাম করে এই রথযাত্রা পালন করা হয়। করোনা কাঁটায় এবারের রথযাত্রার চমক খানিকটা হলেও ফিকে, সাজোসাজো রব এবছর আর নেই। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় রথযাত্রা উৎসব। রথযাত্রার দিন সংসারে শ্রীবৃদ্ধি আনতে অনেকেই অনেক কিছু করে থাকেন। তবে শাস্ত্র মতে, এই কাজগুলি করলেই সংসারে সমৃদ্ধি ও শ্রীবৃদ্ধি দুই বজায় থাকবে।