শ্রাবণ মাস , যা জীবনের সঙ্গে সম্পর্কিত সমস্ত ইচ্ছা পূরণ করে, ১৪ জুলাই, ২০২২ থেকে শুরু হতে চলেছে। শুধু জল ও পাতা নিবেদন করলেই সন্তুষ্ট হওয়া মহাদেবের পূজার জন্য শ্রাবণ মাসকে সবচেয়ে ভালো বলে মনে করা হয়। এ কারণেই এই মাসে দেশের আনাচে কানাচে বিভিন্ন ধরনের শিবলিঙ্গের পূজা করতে দেখবেন। বিশ্বাস করা হয় যে ভগবান শিবের নিরাকার রূপ অর্থাৎ শিবলিঙ্গের পূজা করলে মা পার্বতী ও ভগবান শিবের পূজা একসঙ্গে করা হয়।