শিবের মহিমা অপার। বিপদের রক্ষাকর্তা তিনি। তাঁর আশীর্বাদ সব সময় আপনার ওপর থাকুক। রইল শ্রাবণ মাসের সোমবারের শুভেচ্ছা। - এই দিন পুজো করতে চন্দন, চাল, বেল পাতা, ধুতুরা ফুল, আকন্দ ফুল, দুধ, গঙ্গাজল অর্পন করলে মহাদেব তুষ্ট হন। নিষ্ঠা ভরে ভগবান শিবের পুজো করুন। সব কাজে সফল হবেন।