হিন্দু শাস্ত্রে শ্রাবণ মাসের গুরুত্ব অপরিসীম। শ্রাবণকে বলা হয় শিবের মাস। জুলাই মাসের মাঝামাঝি থেকে শুরু হয় বিশেষ মাস। এই মাস বরাবর পুজিত হন দেবাদিব মহাদেব। পবিত্র এই মাসে শিবের আরাধনায় সকল সমস্যা থেকে মুক্তি মেলে। শাস্ত্র মতে, মহেশ্বর হলেন সকল শক্তির উৎস। তিনি আদি দেব। পৃথিবীর অন্যতম সৃষ্টি কর্তা তিনি। তাই তাঁর দেবতার কৃপা দৃষ্টি পেলে দূর হয় জীবনের সকল বাধা দূর হবে। তবে, দেবতার কৃপা পেতে সঠিক নিয়ম নিষ্ঠার সঙ্গে সেই সকল ব্রত পালন করা প্রয়োজন। শিবের কৃপা পেতে শ্রাবণ মাসে পালন করুন প্রতিটি সোমবার। আজ সকলকে জানান শ্রাবণের সোমবারের শুভেচ্ছা। জেনে নিন কী কী লিখতে পারেন শুভেচ্ছা বার্তা।