মিথুন রাশি
আপনি যাকে ভালোবসেন তার জন্য অকারণ চিন্তা করা বন্ধ করুন। সঙ্গীর প্রতি যত্নশীল হন। তবে, অকারণ চিন্তার জন্য তার স্বাধীনতায় হস্তক্ষেপ করবেন না। আজ নিজের ভাবনা চিন্তা সুস্পষ্ট ভাবে ও সততার সঙ্গে তাকে জানান। এখনও পর্যন্ত আপনার জীবনে প্রেম না থাকলে, যাকে ভালোবাসেন তাকে মনের কথা জানাতে পারেন।