আজ শুরু হচ্ছে এপ্রিল মাস। ১ এপ্রিল দিনটা সকলেই একে অন্যকে বোকা বানাতে ব্যস্ত। কিন্তু, প্রেম বা মনের অনুভূতি নিয়ে আজ ভুলেও মজা করবেন না। কয় রাশির প্রেমের দিক দিয়ে আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ। আজ পুরনো প্রেম ফিরে আসতে পারে এই দুই রাশির জীবনে, দেখে নিন আজ কার প্রেম ভাগ্য কেমন কাটবে।