এই দুই রাশির জীবনে আসতে চলেছে নতুন প্রেম, জেনে নিন আজ কার প্রেম জীবন কেমন কাটবে

Published : Apr 04, 2022, 10:06 AM IST

সকলের জীবনে প্রেমের গুরুত্ব অপরিসীম। এই সম্পর্ক মজবুত করতে সকলে কত কী করে থাকেন। কিন্তু, জানেন কী আপনার দাম্পত্য জীবন কেমন কাটবে গ্রহের ওপর অনেকাংশে নির্ভর করে। গ্রহের পরিবর্তনের ফলে রাশিতে পরিবর্তন দেখা দেয়। আজ জেনে নিন কোন রাশির প্রেম ভাগ্য কেমন, কেমন কাটবে প্রেম জীবন। 

PREV
112
এই দুই রাশির জীবনে আসতে চলেছে নতুন প্রেম, জেনে নিন আজ কার প্রেম জীবন কেমন কাটবে

মেষ রাশি 
আজ প্রেম নিয়ে নানা রকম চিন্তা ভাবনা মনে আসবে। সঙ্গীর প্রতি একটা আলাদা অনুভূতি আসতে পারে। তবে, এই অনুভূতির প্রকাশ করুন একেবারে অন্যভাবে। আজ আপনার মনের মানুষকে স্পেশ্যাল ফিল করানোর জন্য নতুন কিছু পরিকল্পনা করতে পারেন। আজ সঙ্গীর সঙ্গে সময় কাটানোর সুযোগ আসবে। দিনটা ভালো কাটবে। 

212

বৃষ রাশি 
আপনি যদি সঙ্গীর মনে নিজের ভালোবাসার ছাপ ফেলতে চান, তাহলে আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ। দেখা করার পরিকল্পনা থাকলে নাটকীয় ভাবে ভালোবাসার প্রকাশ নয়। সরাসরি তাকে জানান মনের কথা। ধীরে ধীরে অনুভূতির প্রকাশ করুন। কোনও কাজে আজ তাড়াহুড়ো করবেন না। তাহলে সমস্যায় পড়তে পারেন। 

312

মিথুন রাশি 
আজ আপনার জীবনে প্রেম বৃদ্ধি পেতে পারে। আজ কোনও উদাসীন মানসিকতার প্রকাশ করবেন না। আজ তার সঙ্গে কথা বলার সময় নিজের আবেগকে জাগিয়ে তুলুন। নিজের মনে যতটুকু আছে, ততটুকুর প্রকাশ করুন। কোনও জিনিস বাড়িয়ে বলবেন না। এতে পরে সমস্যায় পড়তে পারেন। 

412

কর্কট রাশি 
আজ ভালোবাসার প্রকাশ করতে পারেন। আপনি আপনার প্রয়োজনকে সমস্ত মনের কথা খুলে বলুন। আজ আপনার ভালোবাসা ও অনুভূতি প্রকাশ করার দিন। আপনি আজ তাকে কোনও উপহার দিতে পারেন। এমন কিছু দিন, যা বিশেষ অর্থ বহন করে। দিনটি প্রেমের দিক থেকে ভালো কাটবে। 

512

সিংহ রাশি
আজ সঙ্গীর প্রতি বিশেষ টান অনুভব করবেন। আর তার প্রতি প্রতিশ্রুতি বদ্ধ হতে পারেন। সম্পর্ক প্রসঙ্গ আজ কোনও সিদ্ধান্ত নিতে পারেন। তবে, কোনও সিদ্ধান্ত নেওয়া আজ কঠিন হতে পারে। সম্পর্কের ব্যাপারে উদ্যোগী হন। এদিকে আবার আজ কোনও দুঃখের খবর পেতে পারেন, তাই মনকষ্টে দিন কাটবে। আজ প্রেমে প্রতারিত হতে পারেন। 

612

কন্যা রাশি
আজ আপনার প্রেম জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে পারে। আজ প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর সুযোগ আসতে পারে। আজ সারাদিন আপনার মনে আনন্দ অনুভব হবে। তবে, আজ স্ত্রীর সঙ্গে অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ভুল কথা বলে ফেলবেন না। আজ কোনও নতুন পদক্ষেপ নেওয়ার আগে সতর্ক হন। 

712

তুলা রাশি
ব্যক্তিগত জীবনের দিক দিয়ে দিনটা বিশেষ গুরুত্বপূর্ণ। আজ নতুন কোনও মানুষের সঙ্গে দেখা হতে পারে। আর ইতিমধ্যে আপনার জীবনে কোনও সঙ্গী থাকলে তার সঙ্গে সময় ভালো কাটবে। আজ সব কাজে উৎসাহ পাবেন। সপরিবারে ভ্রমণের যোগ আছে। আজ স্বামী-স্ত্রীর সম্পর্ক ভালো কাটবে। বিশেষ কোনও আলোচনা থাকলে আজ সেরে ফেলুন।  

812

বৃশ্চিক রাশি
আজ দিনটা অশান্তির মধ্যে দিয়ে যাবে। তৃতীয় কোনও ব্যক্তির জন্য অশান্তি দেখা দিতে পারে। ছোট খাটো অশান্তি কিংবা বিতর্কীত বিষয় থেকে আজ দূরে থাকুন। তুচ্ছি বিষয় আজ বিবাদ হতে পারে। তাই সতর্ক থাকাই ভালো। তা না হলে প্রেম জীবনে অশান্তি দেখা দিতে পারে। 

912

ধনু
আজ প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো। শান্তিপূর্ণ ভাবে কাটবে দাম্পত্য জীবন। সঙ্গীকে আজ খুশি করার জন্য নতুন কিছু করতে পারেন। আপনি যদি প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্কে থাকেন তাহলে সম্পর্কে আজ অন্য মাত্রা পাবেন। তার এখনও সিঙ্গেল থাকলে জীবনে আসতে পারে নতুন মানুষ। 

1012

মকর
আজ প্রেমিকের সঙ্গে মতোবিরোধ হতে পারে। প্রেমে নতুন মোড় ঘুরতে পারে। আজ আপনার কোনও ভুলের জন্য সঙ্গী আপনাকে সন্দেহ করতে পারেন। তাই সতর্ক থাকুন। ভুল বোঝাবুঝি হতে দেবেন না। আপনার যদি এমন অনুভূতি হয়, তাহলে খোলামেলা আলোচনা করুন।  

1112

কুম্ভ 
সম্পর্কে আজ সমস্যা দেখা দিতে পারে। দিনের শুরুতে সাংসারিক শান্তি বজায় থাকলেও দিনের শেষ অশান্তি দেখা দিতে পারে। অবসাদ, অস্থিরতা সবল সময় কার করে এই রাশির মনে। এরা সব সময় অন্যায়ের সঙ্গে লড়াইয়ে লিপ্ত থাকেন। আজ এই কারণে অশান্তি দেখা দিতে পারে। সঙ্গীর কোনও ভুল নিয়ে আজ প্রতিবাদ করবেন না। এতে সম্পর্ক তিক্ত হবে।  

1212

গুরুজনের সঙ্গে বিবাদে জড়াতে পারেন মীন রাশির জাতক জাতিকারা। কর্মসূত্রে ভ্রমণের সুযোগ আসবে আজ। নতুন কোনও কাজের সুযোগও পেতে পারেন। শরীর সুস্থ থাকবে। 

click me!

Recommended Stories