সিংহ রাশির ছেলে কিংবা মেয়ের প্রেমে পড়েছেন, তাদের সম্পর্কে এই কয়টি কথা জেনে রাখুন

রাশিচক্রের পঞ্চম রাশি হল সিংহ রাশি (Leo)। রবিগ্রহের (Sun) জাতক হলে এই সিংহ রাশি। এই রাশির ছেলে-মেয়েরা সৌন্দর্যের পুজারি হয়ে থাকে। এরা দৃঢ় প্রতিজ্ঞ, জেদি, পরাক্রমশীল, গম্ভীর ও দয়ালু স্বভাবের হন। জ্যোতিষ মতে, এরা বৃশ্চিক, মীন, সিংহ ও মেষ রাশির ছেলে-মেয়েদর সঙ্গে বিবাহে (Marriage) খুশি হয়ে থাকেন। আজ এই রাশি (Zodiac Sign) সম্পর্কে জেনে নিন একাধিক অজানা কথা। 

Sayanita Chakraborty | Published : Mar 18, 2022 6:08 AM IST / Updated: Mar 18 2022, 11:43 AM IST
110
সিংহ রাশির ছেলে কিংবা মেয়ের প্রেমে পড়েছেন, তাদের সম্পর্কে এই কয়টি কথা জেনে রাখুন

উচ্চাকাঙ্ক্ষা লক্ষ্যে করা যায় এই রাশির ছেলে মেয়েদের মধ্যে। এরা কঠোর পরিশ্রমী হন। যা করবেন বলে স্থির করেন, সেই ধারণাতেই অটুট থাকেন। এদের মধ্যে সৃজনশীল মানসিকতার প্রকাশ দেখা যায়। এরা নিজেরাও উচ্চাকাঙ্ক্ষী হন, সঙ্গে কারও উচ্চাকাঙ্ক্ষাকে সমর্থন করেন। এরা সব সময় এগিয়ে যেতে পছন্দ করেন। খ্যাতির শিরোনামে থাকার স্বপ্ন দেখেন। 

 

210

সমালোচনা সহ্য করতে পারে না সিংহ রাশি জাতক জাতিকারা। এরা কোনও ক্ষেত্রেই সমালোচনার অংশ হতে চান না। অফিস কিংবা অন্য কোনও ক্ষেত্রে সমালোচনা দেখলে সেখানে থেকে দূরে সরে থাকতে পছন্দ করেন। এরা একদিকে যেমন কারও সমালোচনা করতে পছন্দ করেন না, তেমই কেউ তার সমালোচনা করুন, তা ভালোবাসেন না। 

310

খ্যাতি, ধন সম্পত্তি লাভের আশা রাখেন সিংহ রাশির জাতক জাতিকারা। এরা যে কোনও কাজে সফল হতে চান। সফল হওয়ার জন্য কঠিন পরিশ্রম করতেও এরা রাজি থাকেন। এরা ঐশ্বর্যপূর্ণ জীবনযাপন করতে চান। সে কারণে অর্থ রোজগার এদের জীবনে গুরুত্ব পায়। এদের কাছে কর্মজীবন খুবই গুরুত্ব পায়। অধিক অর্থ উপার্যনের জন্য সব রকম প্রচেষ্টা গ্রহণ করেন।  

410

সৌন্দর্যের প্রতি যত্নশীল হন সিংহ রাশির ছেলে মেয়েরা। এই খাতে অধিক অর্থ ব্যয় করতে দ্বিধা করেন না। এরা সাজগোজ প্রসঙ্গে সতর্ক থাকেন। নতুন নতুন ধরনের সাজগোজ করতে পছন্দ করেন। এরা সাজগোজের ক্ষেত্রেও অনেক সময় ব্যয় করেন। অধিকাংশ ক্ষেত্রে দেখা গিয়েছে, সিংহ রাশির ছেলে-মেয়েরা নিজের স্টাইল নিয়ে এক্সপেরিমেন্ট করে থাকেন।  

510

এরা জীবনের সবক্ষেত্রে এগিয়ে যেতে পছন্দ করেন। এরা একদিন বেশি জায়গায় থাকার পক্ষপাতী নন। এবার এদের মধ্যে জেদ দেখা যায়। তাই এদের প্রস্তাব কেউ প্রত্যাখ্যান করল, তা সহজে মেনে নিতে পারেন না। তাই সিংহ রাশির ছেলে-মেয়েদের সঙ্গে সম্পর্কে জড়ানোর ক্ষেত্রে সতর্ক হন। পরে সমস্যায় পড়তে পারেন। 

610

স্পষ্ট বক্তা স্বভাবের হয়ে থাকে সিংহ রাশির ছেলে মেয়েরা। এরা কোনও কথা মনে রাখেন না। মনের দিক দিয়ে পরিষ্কার হন। এরা অপ্রতিরোধ্য স্বভাবের হন। অন্যায়ের প্রতিবাদ করতে সব সময় এগিয়ে থাকেন। কেউ ভুল করলে তা মুখে স্পষ্ট জানান। তাই সহজে এদের অনেক শত্রু তৈরি হয়। তাই সতর্ক থাকুন। না হলে নিজের ভুলে সমস্যায় পড়বেন। 

710

সুন্দর ব্যক্তিত্বের অধিকারী হন সিংহ রাশির ছেলে মেয়েরা। যে কারণে এদের প্রেমের অভাব হয় না। এদের ব্যক্তিত্বের জন্য খুব সহজে বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হয়ে থাকেন। সহজে কারও প্রেমে পড়েন। এদের প্রেম জীবন সুখের হয়। এরা সম্পর্কের প্রতিও খুব যত্নবান হয়ে থাকেন। তবে, সিংহ রাশির ছেলে মেয়েরা জেদি হন। যে কারণে মাঝে মধ্যে সমস্যা দেখা দেয়। 

810

বন্ধু ও পরিবারের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন সিংহ রাশির ছেলে মেয়েরা। সন্তানের উন্নতির জন্য সব রকম পদক্ষেপ নিতে এরা প্রস্তুত। এরা সম্পর্কের প্রতি যত্নশীন হন। বৃশ্চিক, মীন, সিংহ ও মেষ রাশির ছেলে-মেয়েদর সঙ্গে বিবাহে খুশি হয়ে থাকেন। মনের মিল ঘটলে এদের দাম্পত্য জীবন সুখের হয়। 

910

সৌখিন ও আহ্লাদী সম্ভাবের হন সিংহ রাশির মেয়েরা। এরা যেমন প্রচুর অর্থ উপার্যন করতে পারেন, তেমনই ব্যয়ও করেন। ঋণ নিলে সঠিক সময় শোধ করেন টাকা। এদের কর্মজীবন সুখের হয়। চাকরি ও ব্যবসাক্ষেত্রে সফল হন এরা। অল্প বয়সেই এরা কাজে যোগ দেন। এরা কর্মঠো স্বভাবের হন। এই কারণে সাফল্য দেখা দেয় এদের জীবনে। 

1010

প্রশাসন, ম্যানেজার, সুপারভাইজার, রাজনীতি বিদ, চিকিৎসা ও ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে এরা সফল হয়ে থাকেন। এই পেশায় এরা সহজে উন্নতি করতে পারেন। এরা সফল হওয়ার জন্য কঠিন পরিশ্রম করেন। এরা হেরে যেতে পছন্দ করেন না। ফলে সব সময় কঠিন পরিশ্রম চালিয়ে যান। আর সব ক্ষেত্রে সফলও হন সিংহ রাশির ছেলে মেয়েরা।   

Share this Photo Gallery
click me!

Latest Videos