মিথুন (Gemini)- রাশি চক্রের তৃতীয় রাশি হল মিথুন। এই রাশির অধিকর্তা গ্রহ বুধ। এরা উদ্যমী বালক, চঞ্চলমতি গ্রহ হয়ে থাকে। জ্যোতিষ শাস্ত্র অনুসার এরা চকোলেট বার বেশি পছন্দ করেন। এরা অপরিচিতদের সঙ্গে সহজে আলাপা জমান। তেমনই এরা শেয়ারিং-এ বিশ্বাসী। আপনার সঙ্গীর রাশি মিথুন হলে, তাকে চট করে উপহার দিয়ে ফেলুন চকোলেট বার।