হিন্দু ধর্মে, রয়েছে ১৩৩ কোটি শক্তির কথা। এই সকল দেব-দেবীর পুজোর জন্য আলাদা আলাদা দিন উৎসর্গ করা হয়েছে, রয়েছে ভিন্ন তিথি। শাস্ত্র মতে, সঠিক তিথিতে নিষ্ঠার সঙ্গে দেবতার আরাধনা করলে মিলবে উপকার। পরিবারে সুখ শান্তি বজায় থাকুন তা সকলেরই কাম্য। পারিবারিক অশান্তি দূর করতে সকলে কত কী করে থাকি। নিজের পছন্দের অনেক কিছুই ত্যাগ করে থাকেন সকলে। তা সত্ত্বেও নানান সমস্যা লেগে থাকে। এর কারণ নেতিবাচক এনার্জি। বাড়িতে নেতিবাচক শক্তি থাকলে তা সব কাজে বাঁধা দেয়। শুধু ঘরের দিক দর্শন নয়, ঘরে থাকা দেব মূর্তি থেকে নেতিবাচক শক্তি তৈরি হতে পারে। ভুল কাঠ দিয়ে মূর্তি তৈরি হলে তার থেকে নেগেটিভ এনার্জি ছড়ায়। জেনে নিন কোন কোন গাছের কাঠ দিয়ে দেব মূর্তি তৈরি করা উচিত নয়।