বাড়িতে রাখতে পারেন তুলসী গাছ। লাগাতে পারে ডালিম গাছ, রুদ্রাক্ষ গাছ। এই দুই গাছকে শিবের রূপ মনে করা। শাস্ত্রে উল্লেখ আছ একাধিক গাছের কথা। বাড়িতে সুখ, শান্তি বজায় রাখতে একাধিক গাছ লাগানোর কথা যেমন উল্লেখ আছে, তেমনই কোন গাছ লাগালে ক্ষতি হয় সে কথাও উল্লেখ রয়েছে শাস্ত্রে।