সূর্যকে জ্যোতিষশাস্ত্রে আত্মার উপাদান হিসাবে বিবেচনা করা হয়। শুধু তাই নয়, সূর্ষকে নয়টি গ্রহেরও অধিপতি বলা হয়েছে। সুতরাং, জীবনে সূর্যের বৈজ্ঞানিক ও ধর্মীয় গুরুত্ব বিশেষ। সূর্য আজ রাশিচক্র পরিবর্তন করতে চলেছে। সূর্যের রাশিচক্রের পরিবর্তনকে বলা হয় সংক্রান্তি। পঞ্জিকা অনুসারে, ২০২১ সালের ১৪ মার্চ রবিবার, সূর্য ফাল্গুন মাসের শুক্লপক্ষের প্রতিপাদ তিথিতে কুম্ভ থেকে মীন রাশিতে প্রবেশ করবে। সূর্যের এই রাশি পরিবর্তনের প্রভাব থাকবে সমগ্র রাশিচক্রের উপর।