বাড়ির সদস্যদের মধ্যে একটানা সমস্যা চলছে, আপনার ঘরে এই সমস্যাগুলো নেই তো

জীবনে বাস্তুশাস্ত্রের গুরুত্ব অপরিসীম। বাস্তু না মানলে জীবনে নানা অশুভ প্রভাব ঘটতে পারে বলে মনে করেন বাস্তুবিশারদরা। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় বাস্তু মেনে বাড়ি বানিয়েও দেখা যায় জীবন সমস্যা সংকুল হয়ে উঠছে। তখন মনে প্রশ্ন জাগতেই পারে যে বাস্তুশাস্ত্র মেনে চলা সত্ত্বেও কেন জীবন অসহনীয় হয়ে উঠছে কেন? এর কারণ হল প্রতিদিনের কাজে আমরা অজান্তেই এমন কিছু কাজ করে ফেলি যার কুপ্রভাব পড়ে আমাদের জীবনে। জেনে নেওয়া যাক তার কিছু উদাহরণ-

Deblina Dey | Published : Dec 24, 2020 10:16 AM
18
বাড়ির সদস্যদের মধ্যে একটানা সমস্যা চলছে, আপনার ঘরে এই সমস্যাগুলো নেই তো

 বাড়িতে ঠাকুর ঘরে বা যে ঘরে পুজো করেন সেই স্থানে একই ঠাকুরের একের বেশি ছবি রাখবেন না। 

28

 যদি কোনও ঠাকুরের ছবি বা মূর্তি একের অধিক থাকে তবে তা অন্য ঘরে বা অন্য স্থানে রাখার ব্যবস্থা করুন। 

38

এর ফলে বাড়িতে নেগেটিভ শক্তি বৃদ্ধি পায়। ফলে ঘরে একের বেশি ঠাকুরের ছবি থাকতে তা অন্যত্র সরিয়ে ফেলুন।

48

ঘরে কখনোই কোনও বিমের নীচে শোয়ার ব্যবস্থা করবেন না। 

58

যদি একান্তই কোনও ব্যবস্থা করা না যায় তবে বিমের গায়ে বাঁশি অথবা ময়ূরের পালক আটকে দিন। 

68

বিমের নীচে শোওয়ার ব্যবস্থা করলে। বাড়ির সদস্যদের মধ্যে অশান্তি বৃদ্ধি পেতে থাকে। 

78

ঘরে কখনোই মাকড়সার জাল বা ঝুল জমতে দেওয়া যাবে না। 

88

এতে ঘরে রাহুর প্রকোপ বৃদ্ধি পায়। ফলে বাড়িতে প্রতিনিয়ত নানান জটিলতা ও সমস্যা বৃদ্ধি পেতে থাকে। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos