দোলের আগে এই শুভ কাজগুলি করা উচিত নয়, তাহলেই বড় বিপদ

বাঙালির বারো মাসে তোরো পর্বনের মধ্যে অন্যতম বড় উৎসব হল দোলযাত্রা উৎসব। ছোট থেকে বড় এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন। কবে আসবে এই দিন। বাঙালির দোল আর অবাঙালির হোলি, রঙের উৎসবে মেতে ওঠেন সকলেই। দুইদিন ব্যাপী মহাসমারোহে পালিত হয় এই দোলযাত্রা উৎসব।  এই বসন্ত উৎসবকে কেন্দ্র করে এক এক প্রান্তে একেক ধরনের নিয়ম রয়েছে।  তেমনই হিন্দু শাস্ত্র মতেও এর অনেক রীতি রয়েছে, যা দোলের আগে নিয়মমেনে পালন করা হয়। একনজরে দেখে নিন সেই নিয়মগুলি।

Riya Das | Published : Mar 6, 2020 1:42 PM IST

18
দোলের আগে এই শুভ কাজগুলি করা উচিত নয়,  তাহলেই বড় বিপদ
এই বসন্ত উৎসবকে কেন্দ্র করে এক এক প্রান্তে একেক ধরনের নিয়ম রয়েছে। তাই দোলের আগে বিয়ের পাকা কথা না বলাই ভাল।
28
হাতে ক্ষরি নিয়ে একাধিক নিয়ম রয়েছে দোলের আগে। এক সপ্তাহ ব্যাপী চলতে থাকে এই হাতে ক্ষরি উৎসব।
38
দোলের আগে গৃহপ্রবেশ না করাই ভাল। বিশেষজ্ঞদের মতে, গৃহপ্রবেশ দোলের আগে করে নেওয়াটই ভাল।
48
জমি কেনা বা বেচার ক্ষেত্রেও সতর্ক হওয়া দরকার।
58
দোলের ৮ দিন আগে পর্যন্ত গৃহপ্রবেশ বা জমি জমা কেনাও খুব একটা ভালো প্রভাব বিস্তার করে না ভাগ্যে। তাই এমন সময়ে জমি কেনার থেকেও বিরত থাকাই ভাল।
68
নতুন করে ব্যবসার সূত্রপাত দোলের ৮ দিন আগে পর্যন্ত না করাই ভাল।
78
এমনই পরামর্শ শাস্ত্রের বিশেষজ্ঞদের। দোলের আগের সময়ের মধ্যে নতুন করে সফরও করা উচিত নয় বলে জানিয়েছেন বিভিন্ন বিশেষজ্ঞরা।
88
সুতরাং রঙিন উৎসবে মেতে ওঠার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলি। না হলেই আসতে পারে বড় বিপদ।
Share this Photo Gallery
click me!
Recommended Photos