বাঙালির বারো মাসে তোরো পর্বনের মধ্যে অন্যতম বড় উৎসব হল দোলযাত্রা উৎসব। ছোট থেকে বড় এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন। কবে আসবে এই দিন। বাঙালির দোল আর অবাঙালির হোলি, রঙের উৎসবে মেতে ওঠেন সকলেই। দুইদিন ব্যাপী মহাসমারোহে পালিত হয় এই দোলযাত্রা উৎসব। এই বসন্ত উৎসবকে কেন্দ্র করে এক এক প্রান্তে একেক ধরনের নিয়ম রয়েছে। তেমনই হিন্দু শাস্ত্র মতেও এর অনেক রীতি রয়েছে, যা দোলের আগে নিয়মমেনে পালন করা হয়। একনজরে দেখে নিন সেই নিয়মগুলি।