পরিবারে অশান্তি, বাস্তুর কয়েকটি নিয়মই পলকে পাল্টে দিতে পারে আপনার খারাপ সময়

পরিবারে ছোট খাটো অশান্ত কম বেশি লেগেই থাকে। কিন্তু নিত্য অশান্তি, তা থেকে শান্তি নষ্ট, এই সমস্যা কোথাও না কোথাও যেন থেকেই  যায়। সেই ধরনের সমস্যার সমাধানে এবার কাজে লাগান বাস্তু টিপস। বাস্তু এক কথায় বলতে গেলে অনেক কিছুই কন্ট্রোল করে। তাই সেই বিষয় নজরে রাখা উচিত, এই নিয়মগুলো মেনে দেখুন তো সমস্যার সমাধান হয় কি না!

Jayita Chandra | Published : Jul 9, 2021 6:37 AM IST

18
পরিবারে অশান্তি, বাস্তুর কয়েকটি নিয়মই পলকে পাল্টে দিতে পারে আপনার খারাপ সময়

 বাড়িতে ঠাকুর ঘরে বা যে ঘরে পুজো করেন সেই স্থানে একই ঠাকুরের একের বেশি ছবি রাখবেন না। 

28

 যদি কোনও ঠাকুরের ছবি বা মূর্তি একের অধিক থাকে তবে তা অন্য ঘরে বা অন্য স্থানে রাখার ব্যবস্থা করুন। 

38

এর ফলে বাড়িতে নেগেটিভ শক্তি বৃদ্ধি পায়। ফলে ঘরে একের বেশি ঠাকুরের ছবি থাকতে তা অন্যত্র সরিয়ে ফেলুন।

48

ঘরে কখনোই কোনও বিমের নীচে শোয়ার ব্যবস্থা করবেন না। 

58

যদি একান্তই কোনও ব্যবস্থা করা না যায় তবে বিমের গায়ে বাঁশি অথবা ময়ূরের পালক আটকে দিন। 

68

বিমের নীচে শোওয়ার ব্যবস্থা করলে। বাড়ির সদস্যদের মধ্যে অশান্তি বৃদ্ধি পেতে থাকে। 

78

ঘরে কখনোই মাকড়সার জাল বা ঝুল জমতে দেওয়া যাবে না। 

88

এতে ঘরে রাহুর প্রকোপ বৃদ্ধি পায়। ফলে বাড়িতে প্রতিনিয়ত নানান জটিলতা ও সমস্যা বৃদ্ধি পেতে থাকে। 

Share this Photo Gallery
click me!
Recommended Photos