পুরোনো সম্পর্কের সুখ ফিরে পেতে চান, মেনে চলুন এই বাস্তু নিয়ম

সম্পর্কের জটিলতা কম বেশি সব ক্ষেত্রেই থাকে। কোথাও গিয়ে সেই সম্পর্কের ওঠা পড়ার মাঝে পাল্টাতে থাকে চেনা মানুষগুলো। অনেকেই চায় তাঁদের পুরোনো সম্পর্কের সেই মধুর সময় ফিরে পেতে, কিন্তু কোথাও গিয়ে যেন ইচ্ছে থাকলেও উপায় মেলে না। সেক্ষেত্রে এবার অস্ত্র হতে পারে বাস্তু টিপস। 

Jayita Chandra | Published : Jul 21, 2021 3:39 AM IST
18
পুরোনো সম্পর্কের সুখ ফিরে পেতে চান, মেনে চলুন এই বাস্তু নিয়ম

বাড়িতে কোনও অশুভ শক্তির ছায়া থাকলে প্রতিদিন ঘরে ঠাকুর পুজো দেওয়ার আগে গঙ্গাজল ও গরুর দুধ মিশিয়ে তার ছিটা দিন। এতে ঘরের বাস্তু উন্নত হয়। 

28

উত্তর বা উত্তরপূর্ব দিকে খাট রাখা জরুরি। বাস্তু মতে খাট এই স্থানে রাখলে সম্পর্কের গভীরতা আরও বেড়ে যায়। বাস্তু মতে, বেডরুমে ফুল রাখুন, এতে ঘরে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় এবং সম্পর্ক আরও সুদৃঢ় হতে সাহায্য করে। 

38

শোওয়ার ঘরে ডুবন্ত কোনও জাহাজ বা নৌকার ছবি, শিল্পগুণ সম্পন্ন হলেও টাঙাবেন না। এতে পরিবারের আপনজনের মধ্যে যে স্নেহের সম্পর্ক তা নষ্ট হয়ে যেতে পারে। 

48

বাড়িতে নিয়মিত ঝগড়া অশান্তি লেগে থাকলে বাড়ির মূল দরজায় সাদা গণেশের মূর্তি রাখুন। এতে ঘরের নেগেটিক এনার্জি দূর হয়। 

58

ঈশ্বরের ছবি বেডরুমে রাখবেন না। এতে সমস্যা আরও বেড়ে যায়। 

68

দরজার দিকে মুখ করে বেডরুমের খাটটি রাখবেন না। মনে রাখবেন কখনোই কোনওভাবে ছিঁড়ে যাওয়া বেডকভারে শোওয়া উচিত নয়, এতে দাম্পত্য কলহ বৃদ্ধি পায়। 

78

অবিবাহিত হলেও ছিঁড়ে যাওয়া বেডকভারে শোওয়া উচিত নয়, এর ফলে সম্পর্কের উপর ব্যপক প্রভাব ফেলে। 

88

মাটির প্রদীপ তৈরি করে তাতে তেল দিয় প্রতিদিন সন্ধ্যে বেলায় বাড়ির মূল দরজার সামনে জ্বালান। এতে অনেক উপকার পাবেন।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos