বৃহস্পতিবার গুরুবার, মা লক্ষ্মীর দিন। মা লক্ষ্মীর (Devi Laxmi) কৃপা না পেলে ব্যবসায় (Business) যেমন উন্নতি হওয়া সম্ভব নয়, তেমনই চাকরিক্ষেত্রেও (Job Sector) আর্থিক বৃদ্ধি (Financial) ঘটে না। অর্থ সংক্রান্ত সকল সমস্যা দূর করতে মেনে চলুন জ্যোতিষ টোটকা (Astrological Tips)। প্রতি বৃহস্পতিবার ভক্তি ভরে মায়ের পুজো করে থাকেন, নিত্য দিন মা-কে ধূপ দেখান। কিন্তু, এত কিছু সত্ত্বেও সব সময় লক্ষ্মীকে প্রসন্ন করা যায় এমন নয়। দেবী লক্ষ্মী কমলাসনা। পদ্মফুলকে দেবীর আবাস বলে চিহ্নিত করে সনাতন বিশ্বাস। বৃহস্পতিবার তাই মা লক্ষ্মীর উপাসনা ঘরে ঘরে হয়।