বাস্তুমতে গুছিয়ে নিন রান্নাঘর, নিয়ম মেনে কাটিয়ে উঠুন আর্থিক সমস্যা

বাঙালি সবথেকে বেশি সব থেকে সুখ পায় যাতে , তা হল পেট-পুজো। বাজারে গিয়ে মনের মত তাজা সবজি, মাছ-মাংস কেনাও যেনও স্বর্গ সুখ। আর এই জন্যেই কিন্তু রান্নাঘরটা খুব সুন্দর হবে এই স্বপ্ন অনেকেরই। পাশাপাশি সবথেকে বেশি পরিষ্কার রাখা উচিত রান্নাঘর। তবে জানলে অবাক হবেন বাস্তুমতে, রান্নাঘর নিয়ম মেনে সাজালে মিলতে পারে সৌভাগ্য। আর তা হল রান্না ঘরের বাস্তু তন্ত্র। তাহলে জেনে নেওয়া যাক রান্না ঘরের বাস্তু তন্ত্রের খুটিনাটি নিয়মগুলি-

Deblina Dey | Published : Feb 27, 2021 9:54 AM
18
বাস্তুমতে গুছিয়ে নিন রান্নাঘর, নিয়ম মেনে কাটিয়ে উঠুন আর্থিক সমস্যা

রান্না ঘরের জানালা সব সময় পূর্ব দিকে রাখুন। সূর্যদ্বয়ের প্রথম রশ্মি যাবতীয় জীবাণু কাটিয়ে দেয়। রান্নাঘরে পজিটিভ এনার্জিতে ভরপুর করে রাখে।

28

রান্নাঘরের পূর্ব-দক্ষিণ দিক বন্ধ থাকে। সে ক্ষেত্রে আপনি একটি কারেন্টের প্লাগ পয়েন্ট বানান। সেখানে একটি লাল রঙের বাল্ব বা ইনডিকেটর জ্বালিয়ে রাখুন। 

38

রান্নাঘরের জলের উৎস বা কলের পয়েন্ট এর জন্য বেছে নিন  উত্তর- পূর্ব দিক। 
 

48

রান্না ঘরে দেবী অন্নপূর্ণা অথবা মা সারদার ছবি রাখা মঙ্গলজনক।

58

রান্না ঘরের জানালা পূর্বদিকে না থাকে সেক্ষেত্রে আপনি পূর্বদিকে একটি ভেন্টিলেটর অবশ্যই রাখার চেষ্টা করুন।

68

রান্না ঘরে উত্তর- পশ্চিম দিক মুখ করে আপনি একটি জলের পাত্র বা আধার রেখে দিন। 

78

রান্নাঘরে গ্যাস ওভেন রাখার অন্যতম দিক হল পূর্ব ও দক্ষিণ দিক। বাস্তুমতে, অগ্নি দেবতা এদিকে থাকলেই ঘরে শান্তি ফিরে আসে। 
 

88

রান্নাঘরে পূর্ব ও দক্ষিণ দিকে লাল রঙের চিহ্ন ওই দিকে অবশ্যই রাখুন তবে সেটা যেনও কোনওভাবে দাহ্য পদার্থ না হয়।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos