বৃশ্চিক রাশির বোনরা সাদা, কমলা বা সবুজ রঙের কাপড় পরে ভাইকে রাখি বাঁধুন। মঙ্গল কামনায় ভাইয়ে মন্দিরে ফুল দিতে বলুন। অন্যদিকে ধনু রাশির জাতিকারা কমলা রঙের পোশাক পরুন। এই রং অনেকের কাছে নাই থাকতে পারে সেক্ষেত্রে রুমাল বা কোনও কমলা শেডের লিপস্টিকও ব্যবহার করতে পারেন। আর ভাইকে রাখি বাঁধার পর কোনও মন্দিরের ঠাকুরদের হলুদের তিলক করতে বলুন।