স্বামী-স্ত্রীর সম্পর্ক (Husband-Wife Relation) পুরোপুরি বন্ধুর মতো হয়ে থাকে। বিয়ের (Marriage) পর থেকে দু'জনেই একমাত্র দু'জনের একান্ত আপন হয়ে ওঠেন। একে অপরের পরিপূরক থাকেন তাঁরা। কিন্তু, হঠাৎ যদি সেই সম্পর্ক খারাপ হয়ে যায়! তাহলে যেন মাথায় আকাশ ভেঙে পড়ে। কিছুই আর ভালো লাগে না। মনই সম্পূর্ণ খারাপ হয়ে যায়।