নতুন বছরেই বিয়ে, দম্পত্য জীবন সুখী করতে বাস্তুমতে বানান বিয়ের কার্ড

বিয়ের সবথেকে অন্যতম ও গুরুত্বপূর্ণ বিষয়টি হল বিয়ের কার্ড। এর কারণ হল বিয়ের কার্ড থেকেই হবু পাত্রপাত্রী সম্পর্কে জানতে পারেন সকলে। সামনেই বিয়ের মরশুম, একইসঙ্গে চলছে বিয়ের প্রস্তুতিও। তাই নতুন জীবন শুরু করার আগে পালন করতে হয় বহু রীতি। এর কারন একটাই যেন কোনও অশুভ প্রভাব না পরে। নতুন জীবন শুরু করার আগে তাই বিয়ের অন্যতম বিষয়ের উপর নজর দিন। তাই হবু দম্পতিকে সুখী রাখতে বিয়ের কার্ডে মেনে চলুন বাস্তুর এই নিয়মগুলি।

Deblina Dey | Published : Dec 30, 2020 2:06 PM
17
নতুন বছরেই বিয়ে, দম্পত্য জীবন সুখী করতে বাস্তুমতে বানান বিয়ের কার্ড

বিয়ের কার্ডে মনে করে অবশ্যই স্বস্তিক চিহ্ন রাখুন এই চিহ্নের গুরুত্ব অপরিসীম। 

27

বিয়ের কার্ডে পাত্রপাত্রীর ছবি না দেওয়াই ভালো বলে মনে করেন বাস্তুশাস্ত্র।

37

কোনও ভাবেই বিয়ের কার্ডের রং কালো বা ধূসর রং-এর করা উচিৎ নয়। 

47

বর্তমানে নানা আকারের বিয়ের কার্ড বা ডিজাইনার কার্ডের ট্রেন্ড চলছে তবে আয়তাকার বা বর্গাকার বিয়ের কার্ডই শুভ বলে মনে করেন বাস্তুশাস্ত্রবিদরা। 

57

বিয়ের কার্ডে অনেকেই ঠাকুরের ছবি ব্যবহার করেন, তবে খেয়াল রাখতে হবে যেন কোনও ভাবেই বিয়ের কার্ডে নৃত্যরত গণেশের ছবি ব্যবহার না হয়। 

67

বিয়ের কার্ডের শুভ শক্তি বৃদ্ধি করতে ফুলের পাঁপড়ি বা সুগন্ধি ব্যবহার করতে পারেন। 

77

বিয়ের কার্ড লাল বা মেরুন রং হওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos