নতুন বছরে যাবতীয় সমস্যা কাটিয়ে উঠতে, এই নিয়মে করুন শিব পুজো

শিবকে যোগ, ধ্যান ও শিল্পকলার দেবতাও মনে করা হয়। শাস্ত্র মতে শিবের পুজোর উপকরণের সঙ্গে জড়িয়ে রয়েছে নানা সমৃদ্ধির সম্ভাবনা। সদাশয় রূপে তিনি একজন সর্বজ্ঞ যোগী। তিনি কৈলাস পর্বতে সন্ন্যাসীর জীবন যাপন করেন।আবার গৃহস্থ রূপে তিনি পার্বতীর স্বামী। শাস্ত্র মতে, সৃষ্টির পূর্বে একমাত্র শিবই বর্তমান ছিলেন। তিনিই লীলাচ্ছলে ব্রহ্মারূপে সৃষ্টি করেন, বিষ্ণুরূপ ধারণ করে পালন করেন আবার রুদ্ররূপ ধারন করে সংহার করেন। ভয়ঙ্কর রূপে তাকে প্রায়শই দৈত্যবিনাশী বলে বর্ণনা করা হয়। তবে জেনে নেওয়া যাক শিবের পুজো করে, আর্থিক-সহ নানান জটিল সমস্যা কাটিয়ে কিভাবে জীবনে ফিরিয়ে আনবেন সুখ ও সমৃদ্ধি, জেনে নিন-

deblina dey | Published : Dec 14, 2020 4:47 AM IST / Updated: Dec 17 2020, 11:20 AM IST
19
নতুন বছরে যাবতীয় সমস্যা কাটিয়ে উঠতে, এই নিয়মে করুন শিব পুজো

ওম নমোঃ শিবায় মন্ত্র উচ্চারন করে শিব লিঙ্গে জল ঢাললে আমাদের স্বভাব শান্ত হয়। 
 

29

সেই সঙ্গে মনে করা হয় পরিবেশে সাম্যও আসে বলে ধারণা। কারণ মানসিক চাপ কাটিয়ে ওঠতে শিব পুজো করার বিধান দেওয়া হয়।

39

চিনি দিয়ে মহাদেবের পুজো করলে সুখ ও সমৃদ্ধি বাড়ে। পাশাপাশি দূর হয় দারিদ্র্যতাও। 

49

শিবলিঙ্গে চন্দন লাগালে আমাদের ব্যক্তিত্ব আকর্ষনীয় হতে পারে। মান-সম্মান ও যশ বৃদ্ধির সম্ভাবনা থাকে। 
 

59

দই দিয়ে শিবলিঙ্গে পুজো করলে জীবনের সঙ্কট দূর হওয়ার সম্ভাবনা থাকে।

69

শিবলিঙ্গে আতর দিলে পবিত্র হয় মনের ভাব। এর ফলে ভুল কাজ করতে যাওয়া থেকেও রক্ষা পান শিব ভক্তরা।

79

একইভাবে শিবলিঙ্গে কেশর অর্পণ করলে আমাদের সৌম্যতা বৃদ্ধি পায় বলে উল্লেখিত রয়েছে শাস্ত্রে।  

89

দুধ দিয়ে শিবের পুজো করলে শারীরিক দুর্বলতা কেটে যায়। শরীর সুস্থ থাকে, রোগ দূর হয়। 

99

ভগবান শঙ্করকে ঘি অর্পণ করলে আমাদের শক্তি বাড়তে পারে, পারিবারিক সমৃদ্ধি লাভও সম্ভব। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos