বলরামের রথের নাম তালধ্বজ। রথের সঙ্গী হন রামকৃষ্ণ। তালধ্বজের উচ্চতা ৪৪ ফুট। রথে ৬ ফুট ব্যাসের মোট ১৪টি চাকা আছে। ৭৬৩কাঠের টুকরো দিয়ে তৈরি হয় এই রথ। লাল ও সবুজ কাপড় থাকে রথে। তালধ্বজের রক্ষীর নাম বাসুদেব। রলরামের রথে ৯টি দেবতা থাকেন। কার্তিক, গণেশ, সর্বমঙ্গলা, মৃত্যুঞ্জয়, মুক্তেশ্বর।