যদি আপনি ছাদের শুধু একটা কোণাকেই নয়, গোটা ছাদটাকেই টেরেস গার্ডেন হিসাবে বনাতে চান তাহলে দক্ষিণ, দক্ষিণ-পশ্চিম এবং পশ্চিম দিককে বস্তুমতে আদর্শ বলে মনে করা হয়। তবে সেক্ষেত্রে গাছের যত্ন আর গাছ লাগানোর জায়গাগুলোর প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করতে হবে। হরেক রকমের গাছ কোথায় কোনটা লাগানো হবে সেটা সঠিকভাবে নির্বাচন করা ভীষণ জরুরি।