রুদ্রাক্ষ একমুখী থেকে একুশমুখী পর্যন্ত হয়। এই বিভিন্ন ধরনের রুদ্রাক্ষের আলাদা আলাদা গুণ রয়েছে বলে মনে করা হয়। তবে কত মুখী রুদ্রাক্ষের কী কাজ, তা জেনে তবেই ধারণ করা উচিত। কারণ রুদ্রাক্ষ শিব শক্তির আধার তাই সঠিক নিয়ম মেনে ধারণ না করলে দেখা দিতে পারে সমস্যা।