কন্যাসংক্রান্তি মানে হিন্দু শাস্ত্রমতে আরও এক পূর্ণ দিন। আর এই দিনের পূর্ণতা আরও বৃদ্ধি পায় বিশ্বকর্মা পুজোর জন্য। সূর্য এই সময় সিংহ রাশি থেকে কন্যারাশিতে পদার্পণ করে। কন্যাসংক্রান্তিতে পূর্ণ কলা এবং মহা পূর্ণকলার সময়সীমা রয়েছে। বলা হয় এই সময় মেনে যারা কোনও মাঙ্গলিক কাজ করেন তাদের প্রার্থনা সফল হয়। তবে কন্যাসংক্রান্তিতে রাশির জাতকরা প্রভাবিত হন। কে কীভাবে প্রভাবিত হতে পারেন তার একটা সম্ভাব্য ছবি এখানে তুলে ধরা হয়েছে।