Published : Mar 30, 2021, 10:00 AM ISTUpdated : Mar 30, 2021, 10:03 AM IST
আইনি জটিলতায় জড়িয়ে দুর্বিষহ হয়ে ওঠে জীবন। জ্যোতিষশাস্ত্রের মতে রাশি বা লগ্নে গ্রহের প্রভাবে এই সমস্যার সম্মুখিন হতে হয়। জ্যোতিষশাস্ত্রের মতে কেতুর দশা এবং শনি ও মঙ্গলের অন্তর্দশায় থাকলে মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। পঞ্চম, ষষ্ঠ, অষ্টম, দ্বাদশপতি বা অবস্থানকারী গ্রহরা সঙ্গী অর্থাৎ নক্ষত্রে অবস্থান করে। অনেক সময় আমাদের জীবনে কোনও না কোনও কারণেই আইনি সমস্যায় জড়িয়ে পড়তে হয়। আর এই আইনি জটিলতায় জড়িয়ে দুর্বিষহ হয়ে ওঠে জীবন। জ্যোতিষশাস্ত্রের মতে রাশি বা লগ্নে গ্রহের প্রভাবে এই সমস্যার সম্মুখিন হতে হয়। জেনে নেওয়া যাক কোন সময়ে আমাদের জড়িয়ে পড়তে হয় আইনি সমস্যায়-