জ্যোতিষ (Astrology) মতে, ২৪ সেপ্টেম্বর থেকে ২৩ অক্টোবর তারিখের মধ্যে জন্ম হলে আপনার রাশি তুলা। এই রাশির অধিপতি গ্রহ হল শুক্র। হীরে, সাদা পোখরাজ, ইন্দ্রনীলা ও মুনস্টোন হল এই রাশির শুভ রত্ন। সাদা, কমলা, লাল হল এই রাশির শুভ রঙ। ১,২,৪,৭ হল শুভ সংখ্যা। আর শুভ বার হল রবি, সোম, মঙ্গল, বুধ ও শনিবার।