রাশি চক্রের (Zodiac Sign) সপ্তম রাশি হল তুলা (Libra)। এই রাশির অধিকর্তা গ্রহ হল শুক্র। জ্যোতিষ মতে, এরা সৌন্দর্য, ভোগাবিলাস প্রিয় হন। এরা ভাবপ্রবণ, বিজ্ঞ, রাজনীতিক, প্রখর অনুমান শক্তি ও ভালো প্রেমিক হন। এরা শিল্পী (Artist), গায়ক, চিত্রকর, সুরকার, সাহিত্যিক, নৃত্যশিল্পী ও অভিনয় (Acting) পেশার সঙ্গে জড়িত হন। আজ জেনে নিন এই রাশির সঙ্গে কোন রাশির বিয়ে হলে তারা সুখী হবেন।