আবার এমন অনেকে আছেন, যার সঙ্গীর খুঁত ধরতে সব সময় ব্যস্ত থাকেন। এই স্বভাবের জন্য সম্পর্ক তিক্ত হয়ে যায়। কারও ভুল ধরা ভালো। কিন্তু, সব সময় খুঁত বের করলে, সে বিরক্ত হবে একথাও ঠিক। এই স্বভাব কারও মধ্যে থাকলে তা তৎক্ষণাত পরিবর্তন করুন। তা না হলে, পরে সমস্যায় পড়তে পারেন।