বাংলা সিনেমার অন্যতম সফল জুটি, কেমন ছিল তাপস- শতাব্দীর সম্পর্ক

Published : Feb 28, 2020, 04:44 PM IST

১৯৮০ সালে পরিচালক তরুণ মজুমদারের 'দাদার কীর্তি' ছবি দিয়ে টলিউডে অভিনয় শুরু করেছুলেন তাপস পাল। অভিনয় জীবনেও নিজের অভিনয়ের জন্য প্রশংসা পেয়েছেন তিনি। তারপর থেকে একের পর সিনেমায় অভিনয় করে তিনি তাক লাগিয়ে দিয়েছিলেন।টলিউডে উত্তমকুমারের সঙ্গে তুলনা টেনে তাকেই সুপারস্টারের তকমা দেওয়া হয়েছিল। তারপর থেকেই শুরু হয়েছিল এক নতুন অধ্যায়। বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রীদের পাশাপাশি শতাব্দী রায়ের সঙ্গে জুটি বেধে বহু ছবিতে অভিনয় করেছেন তাপস পাল। প্রতিটি ছবিতে তাদের সম্পর্কের রসায়ন দর্শকদের মুগ্ধ করেছিল শুধু তাই নয়, ছবিগুলি সুপারহিটের তকমাও পেয়েছিল। তাপস- শতাব্দী অভিনীত রইল সেরা ১০ ছবির সন্ধান।  

PREV
110
বাংলা সিনেমার অন্যতম সফল জুটি, কেমন ছিল তাপস- শতাব্দীর সম্পর্ক
১৯৯০ সালে সলিল দত্ত পরিচালিত 'আবিষ্কার' ছবিতে শতাব্দী রায়- তাপস পালের অভিনয় নজর কেড়েছিল দর্শকদের।
210
১৯৯০ সালে জওহর বিশ্বাস পরিচালিত 'অনুরাগ'ছবিতে শতাব্দী রায়- তাপস পালের অভিনয় নজর কেড়েছিল দর্শকদের।
310
সালটা ১৯৯০। তরুণ মজুমদারের 'আপন আমার আপন'ছবিতে শতাব্দী রায়- তাপস পালের অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল।
410
১৯৮৮ সালে দিনেন গুপ্ত পরিচালিত 'অন্তরঙ্গ'ছবিতে অভিনয় করেছিলেন তাপস পাল এবং শতাব্দী রায়।
510
সালটা ১৯৮৭। অঞ্জন চৌধুরী পরিচালিত 'গুরু দক্ষিণা' ছবিটিতে তাপস পাল এবং শতাব্দী রায়ের অভিনয় সুপারহিটের তকমা পেয়েছিল।
610
১৯৯১ সালে সুখেন দাস পরিচালিত 'মান মর্যাদা'ছবিটিতে দুজনের কেমিস্ট্রি মনে ধরেছিল দর্শকদের।
710
১৯৮৯ সালে হরনাথ চক্রবর্তী পরিচালিত 'মঙ্গল দীপ' ছবিটিও বক্স অফিস হিট হয়েছিল।
810
১৯৯৪ সালে ইন্দ্র সেন পরিচালিত 'তুমি যে আমার'ছবিতে অভিনয় করেছিলেন তাপস পাল এবং শতাব্দী রায়। ছবিতে প্রসেনজিৎ চ্যাটার্জীও নজর কেড়েছিলেন।
910
১৯৮৯ সালে এই বছরই শ্রীনিবাস চক্রবর্তী পরিচালিত 'অঙ্গার' ছবিতে শতাব্দী রায়- তাপস পালের অভিনয় নজর কেড়েছিল দর্শকদের।
1010
১৯৯৬সালে দুলাল ভৌমিক পরিচালিত 'জামাইবাবু' ছবিটিও বক্স অফিস হিট হয়েছিল।
click me!

Recommended Stories