Published : Feb 18, 2020, 11:58 AM ISTUpdated : Feb 18, 2020, 01:16 PM IST
৬১ বছর বয়সেই মৃত্যু কারল টলিউড অভিনেতা তাপস পালকে। প্রথম জীবনে যে মানুষটা রঙিন পর্দায় একাধিক চরিত্রে মানুষের মন জয় করতেন, সেই তাপস পালেরই জীবনের শেষ কটা দিন কেটেছিল নানা উত্থান পত্তনের মধ্যে দিয়ে। শরীর স্বাস্থ্যে ধরছিল ভাঙন। পাশে ছিল কেবলই পরিবার। ফিরে দেখা অভিনেতার জীবনের শেষ কটা দিন।