মিষ্টি দাস মানেই শরীরী উন্মাদনা,মিষ্টি দাস মানেই উষ্ণতার ছোঁয়া, আবার মিষ্টি দাস মানেই আবেদন পূর্ণ সাড়া জাগানো মোহময়ী ভঙ্গী। আর যার আবেদনে সাড়া না দিয়ে থাকবে এমন সাধ্য কার আছে। সুন্দরীর রূপের জাঁদুতে ঘায়েল হয়েছে তাবড় তাবড় পুরুষরা। তার শরীরী হিল্লোলে ঘুম উড়েছে বহু স্বপ্ন পুরুষদের। এহেন অভিনেত্রীর একের পর এক ছবিতে উত্তাল গোটা নেটদুনিয়া। সম্প্রতি আবারও ছবি পোস্ট করে রাতারাতি ভাইরাল হয়েছেন মিষ্টি। শুধু ভাইরালই নয়, নেটদুনিয়ায় রীতিমতো হৈচৈ ফেলে দিয়েছেন তিনি। তার প্রতিটি ছবিতেই উপচে পড়ছে শরীরের উষ্ণতা।