'বেআক্কেলে শুভশ্রী একেবারে মা হওয়ার যোগ্য নন', কোভিডে আক্রান্ত হওয়ার পর কটাক্ষ সাইবারবাসীর

করোনার কবলে গোটা টলিপাড়া। মঙ্গলবারই করোনা রিপোর্ট পজিটিভ এসেছে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বর্তমান হোম আইসোলেশনে রয়েছেন শুভশ্রী। একদিকে স্বামী রাজ ব্যস্ত ভোটপ্রচারে অন্যদিকে ৬ মাসের ছোট্ট ইউভানেরও দিন কাটছে দিদা এবং ন্যানির সঙ্গে। ছেলেকে ছেড়ে এতদিন দূরে থাকতে হবে এটা ভেবেই  মন খারাপ নায়িকার। এহেন পরিস্থিতিতে  ছোট্ট ইউভানের ছবি দিয়ে নিজের  যন্ত্রটা শেয়ার করেছেন নায়িকা। ছবি পোস্ট করতেই নেটিজেনরা একজোট হয়ে ফুঁসে উঠেছেন, এবার মাতৃত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন সাইবারবাসী।

Riya Das | Published : Apr 22, 2021 3:45 AM IST / Updated: Apr 22 2021, 09:39 AM IST
110
'বেআক্কেলে শুভশ্রী একেবারে মা হওয়ার যোগ্য নন', কোভিডে আক্রান্ত হওয়ার পর কটাক্ষ সাইবারবাসীর

গত দেড় মাস ধরেই শুভশ্রী এবং ইউভানকে ছেড়ে নিজের বাড়ি ছেড়ে দূর রয়েছে রাজা চক্রবর্তী। বৃহস্পতিবারই তার কেন্দ্রে নির্বাচন। এর মধ্যেই করোনায় আক্রান্ত শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

210

চিকিৎসকের পরামর্শ মতোই হোম আইসোলেশনে রয়েছেন শুভশ্রী। একদিকে কাছে নেই স্বামী  রাজ, অন্যদিকে ৬ মাসের ছোট্ট ইউভানও রয়েছে অনেকটাই দূরে। ছেলেকে ছেড়ে এতদিন দূরে থাকতে হবে এটা ভেবেই  মন খারাপ নায়িকার।

310

তোমাকে ছেড়ে এতদিন থাকতে হবে তা কখনও ভাবিনি, ছোট্ট ইউভানের ছবি দিয়ে নিজের যন্ত্রটা শেয়ার  করতেই ঘটল বিপত্তি। নেটিজেনরা একজোট হয়ে ফুঁসে উঠেছেন, এবার শুভশ্রীর মাতৃত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন সাইবারবাসী।

410


 কোভিডে আক্রান্ত হওয়ার পর আরোগ্য কামনা করার পাশাপাশি শুভশ্রীকে এবার মাতৃত্বের পাঠও পড়িয়ে দিলেন নেটিজেনরা।

510


মা হলে কী করা উচিত এবং কী করা উচিত নয়, তা হাতেকলমে বুঝিয়ে দিলেন। একাধিক নেগেটিভ কমেন্টে উপচে পড়ছে অভিনেত্রীর পোস্টে।

610


নেটিজেনরা অনেকেই মনে করছেন শুভশ্রী মা হওয়ার যোগ্য নন। কেউ আবার সুস্থতা কামনা করেও খোঁটা দিতে ছাড়েননি।

710

আসলে ব্যারাকপুরে স্বামীর হয়ে প্রচারে বেরিয়েছিলেন শুভশ্রী, সে কথাই যেন আবারও মনে করিয়ে দিলেন নেটিজেনরা। অনেকের মতেই সেই জনসভা থেকেই করোনায় আক্রান্ত হয়েছেন শুভশ্রী।

810

নেটিজেনরা ফুঁসে উঠে বলেছেন, বাড়িতে বাচ্চা আছে সেটা না ভেবেই ড্যাং ড্যাং করে ভোট চাইতে বেরিয়ে পড়লেন, যাই হোক তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।
 

910

সন্তানকে ছেড়ে একা থাকার যন্ত্রণা যে কতটা কষ্টের তা মা-ই জানে। এটা এখন বুঝলেও কেন ভোটপ্রচারে গেছিলেন প্রশ্ন নেটিজেনদের।

1010

একের পর এক কটাক্ষ, অশ্লীল মন্তব্যে জেরবার শুভশ্রীর ইনস্টার দেওয়াল। মা হওয়ার যোগ্যতা নিয়ে এভাবে প্রশ্নের মুখে পড়তে হবে নায়িকা, তা হয়তো কোনওদিন স্বপ্নেও ভাবেননি নায়িকা। তার মধ্যে এই কটাক্ষ মানসিকভাবে নাড়িয়ে দিয়েছে শুভশ্রীকে।

Share this Photo Gallery
click me!

Latest Videos