Published : Jan 15, 2021, 06:20 PM ISTUpdated : Jan 15, 2021, 06:22 PM IST
'এখানে আকাশ নীল'র 'হিয়ান'কে ফিরিয়ে আনতে এক সময় ব্যকুল হয়ে উঠেছিল দর্শকমহল। এখনও অবশ্য সেই ব্যকুলতা কাটেনি। হিয়া ও উজানের প্রেমকাহিনি হঠাৎই শেষ হয়ে যেতে ক্ষোভ উগরে দিয়েছিল দর্শকমহল। অভিনেত্রী অনামনিকা চক্রবর্তী এবং অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়ের জন্য প্রায় পাগল হওয়ার জোগার একের পর এক ভক্তরা। এখনও সোশ্যাল মিডিয়ায় তাদের একসঙ্গে দেখার জন্য উতলা হয়ে পড়ে অনুরাগীরা। তবে এই ইচ্ছেপূরণ এই মুহূর্ত যে হচ্ছে তাও জেনে গিয়েছে সকলে।