Published : Jan 10, 2021, 12:51 PM ISTUpdated : Jan 10, 2021, 06:10 PM IST
নুসরত জাহান ও নিখিল জৈনের প্রেমকাহিনী অবশেষে আর সফলতার মুখ দেখল না। বৈবাহিক জীবনে ত্রিকোণ প্রেম ঢুকে গিয়েছে বলেই জানা যাচ্ছে। কানাঘুষো আসছে, যশ দাশগুপ্তের কারণেই বিয়ে ভাঙছে নুসরত ও নিখিলের। ইতিমধ্যেই একে অপরকে ইনস্টাগ্রামে আনফোলো করে দিয়েছেন সেলেব দম্পতি। অন্যদিকে রাজস্থানে চুপিসারে যশের সঙ্গে ভ্রমণে গিয়েছিলেন নুসরত। সব মিলিয়ে সাংসদ তথা অভিনেত্রীর জীবন এখন বিতর্কে ঘেরা।
বিতর্ক যেন সর্বদাই তাড়া করে বেড়ায় নুসরতকে। এর আগেও পার্ক স্ট্রিট ধর্ষণকাণ্ডের মূল অভিযুক্ত কাদের খানের প্রেমিকা থাকাকালীন বিতর্কে জড়িয়ে গিয়েছিলেন নুসরত।
212
তাঁর বিরুদ্ধে এও অভিযোগ এসেছিল, তিনি নাকি কাদেরকে আন্ডারগ্রাউন্ড থাকতে সাহায্য করেছিলেন। পুলিশি তদন্ত চলাকালীন নুসরত লুকিয়ে যোগাযোগও রাখতেন কাদেরের সঙ্গে।
312
যদিও এই অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করেছিলেন নুসরত। মিথ্যে রটানো হচ্ছে তাঁর বিরুদ্ধে, জানিয়েছিলেন তিনি। প্রত্যেক সাক্ষাৎকারেই বলেছিলেন কাদেরর সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই।
412
আইনি বিপাকে ক্রমশ জড়িয়ে যাওয়ার ভয় অবশ্য তাঁর ছিল। ধীরে ধীরে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন নুসরত। পরবর্তীকালে কাদের ধরা পড়ে পুলিশের কাছে।
512
কাদেরের সঙ্গে নুসরতের আলাপ হয়েছিল ভবানীপুর কলেজে গ্র্যাজুয়েশনের সময়। সেখান থেকেই কাদেরের হাত ধরেই টলিউডে পদার্পণ তাঁর।
612
যদিও টলিউডে সেই সময় তেমন জনপ্রিয়তা লাভ করেননি নুসরত। কাদের খানের পার্ক স্ট্রিট ধর্ষণকাণ্ডই তাঁকে সংবাদ শিরোনামে উঠে আসে। কাদেরের সঙ্গে এই তিক্ততার মধ্যেই শেষ হয় সম্পর্ক।
712
এই বিতর্কের পর নুসরত প্রায় টলিউড থেকে বিদায় নিয়ে ফেলেছিলেন। নুসরতের অভিযোগ ছিল, তাঁকে নাকি ইন্ডাস্ট্রি একঘরে করে দিয়েছিল।
812
কয়েক বছর পর হঠাৎই কামব্যাক করেন তিনি। তারপর অবশ্য পার্ক স্ট্রিট ধর্ষণকাণ্ড এবং কাদের খানের অধ্যায় জীবন থেকে পুরোপুরি মুছে ফেলেন।
912
বহু বছর পর টলিউডে নাম কেনার পর নিখিলের সঙ্গে প্রেমালাপ শুরু হয় তাঁর। তবুও বিতর্ক যেন তাঁর পিছু ছাড়ল না। হ্যাপি কাপল হিসেবে নুসরত ও নিখিলকে চিহ্নিত করা হত এতদিন।
1012
সেই সুখী পরিবারই যে গত বছর দিপাবলীর পর এভাবে আলাদা হয়ে যাবে তা ভাবা যায়নি। সোশ্যাল মিডিয়ায় একে অপরের সঙ্গে ছবি, ভিডিও পোস্ট করা বন্ধ করে দিয়েছেন তাঁরা।
1112
উল্টে নুসরতকে পরোক্ষভাবে তোপে দাগছেন নিখিল। নুসরতের রিউমার্ড প্লাস্টিক সার্জারি নিয়েও পোস্টে নানা কথা লিখেছেন নিখিল।
1212
তাঁদের সম্পর্কের ভাঙন নিয়ে জল্পনা এখন তুঙ্গে। কেউ অবশ্য সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে নারাজ। নুসরতের কথায় তিনি তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলতে চান না।