রোহিত-শ্রীময়ীর প্রেমের ইঙ্গিত, বাঙালি সমাজে 'নেতিবাচক প্রভাব' ফেলছে ধারাবাহিকটি

টিআরপি তালিকয় সর্বদা সেরা পাঁচ মধ্যে থাকে 'শ্রীময়ী'। হেভিওয়েট অভিনেতা, অভিনেত্রীদের নিয়ে শুরু হয়েছিল এই ধারাবাহিক। তবে হেভিওয়েট নায়ক নায়িকাদের নিয়েই নয়, ধারাবাহিকটি দর্শকমহলের পছন্দ হয়েছে গল্পের জন্য। প্রতি মুহূর্তে ঘোরা মোড়ের জন্য। এমনকি ধারাবাহিকের খলনায়িকা, জুন আন্টি অর্থাৎ উষসী চক্রবর্তীকেও মন থেকে আপন করে নিয়েছে দর্শবৃন্দ। বর্তমানে জুনকে রীতিমত জব্দ করার চেষ্টায় রয়েছে রোহিত এবং শ্রীময়ী। এই লড়াইয়ে হাতে হাত রেখে লড়ছে দু'জন। 

Adrika Das | Published : Dec 21, 2020 4:09 PM IST
18
রোহিত-শ্রীময়ীর প্রেমের ইঙ্গিত, বাঙালি সমাজে 'নেতিবাচক প্রভাব' ফেলছে ধারাবাহিকটি

আর তাতেই সমস্যা সৃষ্টি হয়েছে দর্শকদের মধ্যে। রোহিত সেন আর শ্রীময়ীকে একসঙ্গে দেখতে চান না তারা। 

28

সম্প্রতি সম্প্রচারিত হওয়া পর্বে শ্রীময়ী এবং রোহিত সেনকে শ্রীময়ীর জীবনের লড়াই ছাড়াও অন্যান্য বিষয় নিয়ে কথা বলতে দেখা গিয়েছে। 

38

সেই কথাগুলি অবশ্যই রোহিতের ব্যক্তিগত জীবন নিয়েই ছিল। যেখানে রোহিত নিজের মনের ইচ্ছেপ্রকাশ করে।

48

সে বলে, আর একা থাকা তার পক্ষে সম্ভব নয়, এবার তাঁর এক সঙ্গী চাই যার সঙ্গে সে বাকি জীবনটা কাটাবে। 

58

সঙ্গী হিসেবে যে সে শ্রীময়ীকে সরাসরি প্রশ্ন করেছে তা নয়, তবে কথাটি তাকেই ইঙ্গিত করে বলেছে রোহিত। 

68

রোহিত এবং শ্রীময়ীর প্রেমের অ্যাঙ্গেল এবার কিছুতেই মেনে নিতে পারছে না দর্শক। দাবি, এই ধারাবাহিক নাকি নেতিবাচক প্রভাব ফেলছে সমাজের উপর। 

78

শ্রীময়ীর এখন উচিত ছেলে মেয়েদের নিয়ে সুখে শান্তিতে বাকি জীবনটা কাটানো। অনিন্দ্যর কাছেও ফিরে যাওয়া উচিত নয়। 

88

তবে তাই বলে রোহিতের সঙ্গে প্রেমের অ্যাঙ্গেল একেবারেই মেনে নিতে রাজি নয় বাঙালি দর্শক। শ্রীময়ী ধারাবাহিকটি সমাজের ট্যাবু ভাঙতে তৈরি হলেও অবশেষে কি সফল হল না। 

Share this Photo Gallery
click me!

Latest Videos