অঙ্কুশ-ঐন্দ্রিলার মাঝে চলে এল তৃতীয় ব্যক্তি, তবে কি বিয়ের আগেই সম্পর্কে ফাটল


 টলিপাড়ার রোম্যান্টিক জুটি বলতে গেলেই অঙ্কুশ-ঐন্দ্রিলা রয়েছেন প্রথম সারিতে। দীর্ঘ ১০ বছরে ধরে রিলেশনশিপে রয়েছেন টলিপাড়ার এই কাপল।  তারপর বেশ কিছুদিন লিভ-ইনেও ছিলেন এই জুটি। দীর্ঘদিনের বাস্তবের প্রেম পর্দায় প্রকাশ পেতে চলেছে। খুব শীঘ্রই 'ম্যাজিক' নিয়ে রূপোলি পর্দায় ফিরছেন এই  চর্চিত জুটি। কিন্তু এর মধ্যেই অঙ্কুশ-ঐন্দ্রিলার জীবনে এসেছে তৃতীয় ব্যক্তির আগমন, কে সেই ব্যক্তি জানুন বিশদে।

Riya Das | Published : Dec 19, 2020 9:14 AM
18
অঙ্কুশ-ঐন্দ্রিলার মাঝে চলে এল তৃতীয় ব্যক্তি, তবে কি বিয়ের আগেই সম্পর্কে ফাটল

 রিয়েল লাইফ প্রেমিকার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন অঙ্কুশ। 'ম্যাজিক' নিয়ে রূপোলি পর্দায় ফিরছেন এই  চর্চিত জুটি। 

28


রাজা চন্দ পরিচালিত ছবির ফার্স্ট লুক নজর কেড়েছে অনেক আগেই। বড়দিনেই মুক্তি পেতে চলেছে এই ছবির ট্রেলারও।
 

38


তবে শুধু 'ম্যাজিক' ই নয় নতুন আরও একটি ছবিতে জুটি বেঁধেছেন এই রিয়েল লাইফ কাপল। ছবির পরিচালনায় প্রেমেন্দু বিকাশ চাকি।

48

কিন্তু এর মধ্যেই অঙ্কুশ-ঐন্দ্রিলার জীবনে এসেছে তৃতীয় ব্যক্তির আগমন, কে সেই ব্যক্তি।

58

সূত্র থেকে জানা গেছে, অঙ্কুশ-ঐন্দ্রিলা ছাড়াও ছবিতে দেখা মিলবে ইশা সাহার। তবে ছবির নাম এখনও পর্যন্ত ঘোষণা হয়নি।
 

68

সূত্রের খবর, শেক্সপিয়ারের কমেডি অব এররস-এর ফ্লেবার মাথায় রেখেই তৈরি হয়েছে চিত্রনাট্য। ব়োম্যান্টিক কমেডিতে ভরপুর এই ছবি দর্শকদের মন কাড়বে।

78

নতুন বছরের ফেব্রুয়ারি মাসেই শুরু হবে ছবির শুটিং। প্রস্তুতিও চলছে জোরকদমে। কলকাতা ও উত্তরবঙ্গে শুটিং হবে বলে জানা গেছে।

88

অঙ্কুশ -ঐন্দ্রিলা বিয়ে নিয়ে জোর গুঞ্জন চলছে টলিপাড়ায়। নতুন বছরে কি তবে গাটছড়া বাঁধতে চলেছেন এই যুগল। অঙ্কুশের পোস্ট তেমনই ইঙ্গিত দিচ্ছে। সোশ্যাল মিডিয়াতে সবসময়েই চর্চায় রয়েছেন অঙ্কুশ- ঐন্দ্রিলা। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos