বিলাসবহুল 'ইয়টে' শুয়ে লাল অন্তর্বাসে 'HOT' পোজ এনার, ঠোঁটের গাঢ় লিপস্টিকে চড়ছে উষ্ণতার পারদ

যেদিক চোখ যাচ্ছে সেদিকেই নীল জলরাশি। আর নীল জলরাশির মধ্যেই ইয়ার্টে শুয়ে এনা সাহা।  মরু শহর দুবাইয়ে নিজেকে যেন আরও বেশি উষ্ণ করে তুলেছেন টলিউডের নয়া প্রযোজক। ইন্টারনেট সেনসেশন এনা সাহাকে দেখে রীতিমতো ঘাম ঝড়ছে সাইবারবাসীর। লাল বিকিনি, সাদা ট্রান্সপারেন্ট শ্রাগ, খোলা চুলের অনাবৃত উরু নেটদুনিয়ার 'হটকেক'।

Riya Das | Published : Dec 16, 2020 10:32 AM / Updated: Dec 16 2020, 02:58 PM IST
18
বিলাসবহুল 'ইয়টে' শুয়ে লাল অন্তর্বাসে 'HOT' পোজ এনার, ঠোঁটের গাঢ় লিপস্টিকে চড়ছে উষ্ণতার পারদ


শীতের সকালে ঘুম ভাঙতেই ইনস্টাগ্রাম ঘাটতে ঘাটতে চোখ আটকেছে আট থেকে অষ্টাদশীর।

28


ইন্টারনেট সেনসেশন এনা সাহার শরীরী উত্তাপ ছড়িয়ে পড়েছে গোটা টলিপাড়ায়। উষ্ণ আবেদনে নিজেকে মাতিয়ে রেখেছেন অভিনেত্রী এনা সাহা।

38

নীল জলরাশির মধ্যেই ইয়ার্টে শুয়ে এনা সাহা।  মরু শহর দুবাইয়ে নিজেকে যেন আরও বেশি উষ্ণ করে তুলেছেন টলিউডের নয়া প্রযোজক।
 

48

লাল বিকিনি, সাদা ট্রান্সপারেন্ট শ্রাগ, খোলা চুলের অনাবৃত উরুই  নেটদুনিয়ার 'হটকেক'।

58

দুবাইয়ের মাঝদরিয়ায় উষ্ণতার পারদ চড়িয়ে এনা লিখেছেন, 'আজ তুমি যে চ্যালেঞ্জ গুলোর মুখোমুখি হচ্ছো কাল সেগুলোই তোমাকে আরও শক্ত করে তুলবে। চ্যালেঞ্জ তোমাকে জীবনে আরও ভাল করে তোলা তিক্ত নয়।'

68

অ্যানিমাল প্রিন্টেড ডিজাইনের শর্ট ড্রেসে, হাই হিল বুট পরে ইয়ার্টের উপর বসে হট পোজ দিতে দেখা গেছে এনা সাহাকে।

78

অ্যানিমাল প্রিন্টেড ফুল স্লিভ ড্রেসে ঠোঁটের গাঢ় লিপস্টিকে নজর আটকেছে নেটিজেনদের। দুবাইয়ে বিপুল জলরাশির মধ্যে এনার উষ্ণ অবতার দেখে ঘাম ঝরছে নেটিজেনদের।

88

মাত্র ২৫ বছর বয়সেই প্রযোজক হিসেবে টলিউডে আত্মপ্রকাশ করেছেন এনা সাহা। প্রায় আড়াই কোটি টাকা বাজেটের ছবি প্রযোজনা করছেন অভিনেত্রী।
 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos