যেদিক চোখ যাচ্ছে সেদিকেই নীল জলরাশি। আর নীল জলরাশির মধ্যেই ইয়ার্টে শুয়ে এনা সাহা। মরু শহর দুবাইয়ে নিজেকে যেন আরও বেশি উষ্ণ করে তুলেছেন টলিউডের নয়া প্রযোজক। ইন্টারনেট সেনসেশন এনা সাহাকে দেখে রীতিমতো ঘাম ঝড়ছে সাইবারবাসীর। লাল বিকিনি, সাদা ট্রান্সপারেন্ট শ্রাগ, খোলা চুলের অনাবৃত উরু নেটদুনিয়ার 'হটকেক'।