ফিনফিনে শিফনের বক্ষ বিভাজিকায় ঝড় উঠল নেটদুনিয়ায়, ট্রান্সপারেন্টে 'বম্বশেল' মনামী

 বিনোদনের রসদ নিয়ে হাজির বাঙালির বঙ্গললনা মনামী। উজ্জ্বল রঙের শাড়ির সঙ্গে তার গ্ল্যামারাস লুক তাকে আর লাস্যময়ী করে তুলেছে। ৪০-এর কোটায় পৌঁছেও  তার শরীরী উষ্ণতা আঠারোও যুবতীকেও যেন হার মানাবে। ছিপছিপে শরীর, ফ্ল্যাট অ্যাবসেই ছক্কা হাঁকাচ্ছেন টলিউডের 'বঙ্গতনয়া'। বয়স যে নিছকই একটা সংখ্যা মাত্র তা যেন বারেবারে প্রমাণ করে দিচ্ছেন টলি অভিনেত্রী মনামী ঘোষ। হালকা হলুদ শিফন, কালো স্লিভলেস এবং খোলা চুলে যেন খুশির জোয়ারে ভাঁসছেন মনামী। শীতের উষ্ণতা বজায় রাখতে ট্রান্সপারেন্টে ঝড় তুলেছেন বাঙালির বঙ্গললনা।
 

Riya Das | Published : Dec 8, 2020 6:22 AM IST
18
ফিনফিনে শিফনের বক্ষ বিভাজিকায় ঝড় উঠল নেটদুনিয়ায়,  ট্রান্সপারেন্টে 'বম্বশেল' মনামী

নিজের ইনস্টা-তে একের পর এক চোখধাঁধানো ছবি শেয়ার করে বিনোদনের রসদ জুগিয়ে দর্শকদের মন জিতে নিয়েছেন অভিনেত্রী মনামী।

28

কখনও নাচছেন আবার কখনও গাইছেন, কখনও আবার বোল্ড ফোটোশুটে ঝড় তুলেছেন টলিপাড়ার বঙ্গতনয়া মনামী ঘোষ। একের পর এক ছবি ভিডিওতে তিনি বলি অভিনেত্রীদের টেক্কা দিচ্ছেন। 

38

 বিনোদনের রসদ নিয়ে হাজির বাঙালির বঙ্গললনা মনামী। উজ্জ্বল পোশাক তার সঙ্গে গ্ল্যামারাস লুক তাকে আর লাস্যময়ী করে তুলেছে। 

48

হালকা হলুদ রঙের  শিফন শাড়ি,  স্লিভলেস কালো ব্লাউজ এবং খোলা চুলে অভিনেত্রীর গ্ল্যামার যেন ঠিকরে বেরোচ্ছে। 

58

ছবি পোস্ট করা মাত্রই ভক্তদের কমেন্টে ভরে গিয়েছে অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া।  নেটিজেনদের অনেকেই ছবিতে ভালবাসা ইমোজি দিয়েছেন।

68

ছিপছিপে মেদহীন টানটান চেহারায় নিজেকে এখনও ধরে রেখেছেন। বয়স বাড়লেও শরীরে তা প্রকাশ পায়নি এতটুকুও। 

78

বর্তমানে নাচ, ফোটোশুট, ইউটিউব নিয়ে মেতে রয়েছেন মনামী ঘোষ।

88

 'ডান্স জুনিয়র সিজন ২'-তে মহাগুরু মিঠুন চক্রবর্তী এবং দেবের সঙ্গে বিচারক আসনে দেখা যাবে মনামীকে। 

Share this Photo Gallery
click me!

Latest Videos