প্রেমিকাকে কাছে টেনে 'উষ্ণ আদর', চরম ঘনিষ্ঠ আলিঙ্গনে আদরে মজে রুদ্রনীল-প্রমিতা

আর মাত্র বাকি কয়েকটা দিন। তারপরই  জমকালো বিবাহ আসর বসতে চলেছে টলিপাড়ায়। কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। টলিমহলের অন্দরে কান পাতলেই বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে।   আগামী ১৪ ফেব্রুয়ারি টলিপাড়ার জনপ্রিয় কাপল রূদ্রজিৎ-প্রমিতার রেজিস্ট্রি মতে বিয়ে সারতে চলেছেন। বিয়ের আগেই ঘনিষ্ঠ আলিঙ্গনে মত্ত টলিপাড়ার এই জনপ্রিয় কাপল। প্রেমিকাকে কাছে টেনে নিয়ে আদরে ভরিয়ে দিলেন রুদ্রনীল, আদরমাখানো লাভবার্ডসের ঘনিষ্ঠ মুহূর্ত ভাইরাল। 

Riya Das | Published : Jan 15, 2021 7:33 AM IST
110
প্রেমিকাকে কাছে টেনে 'উষ্ণ আদর', চরম ঘনিষ্ঠ আলিঙ্গনে আদরে মজে রুদ্রনীল-প্রমিতা

বাংলা টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী প্রমিতা চক্রবর্তী ওরফে ঝিনুক এখন নেটিজেনদের নজরে। 

210

 

বিয়ের আর খুব বেশি দেরি নেই। তার আগেই হবু বরের সঙ্গে সোহাগে মাতলেন অভিনেত্রী প্রমিতা।

310

বিয়ের আগেই একে অপরের সঙ্গে আদরে-সোহাগে মাতলেন টলিপাড়ার এই জনপ্রিয় কাপল।

410

প্রেমিকা প্রমিতাকে কাছে টেনে আদরে সোহাগে ভরিয়ে দিলেন রুদ্রজিৎ। মুহূর্তের মধ্যে এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

510

একে অপরের সঙ্গে আদরে মত্ত হয়ে একের পর এক ছবিতে পোজ দিয়েছে টলিপাড়ার এই লাভবার্ডস।

610

আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে-র দিন রেজিস্ট্রি করে বিয়ে সারতে চলেছেন এই যুগল। সূত্র থেকে জানা গেছে পুরুলিয়া র একটি রিসর্টে হবে রেজিস্ট্রির অনুষ্ঠান।

710

রেজিস্ট্রির দিনই আংটিবদল অনুষ্ঠান সারা হবে বলে জানা গেছে। সূত্র থেকে আরও জানা গেছে, রুদ্রজিৎ ও প্রমিতার বন্ধুবান্ধবরাও তাদের এনগেজমেন্টে উপস্থিত থাকবেন।

810


প্রি-ওয়েডিং-এর ফোটোশুট সেরে নিয়েছেন অযোধ্যা পাহাড়ে। ইতিমধ্যেই হবু শ্বশুরবাড়ি থেকে ঘুরে এসেছেন প্রমিতা। 

910

বর্তমানে 'জীবন সাথী' ধারাবাহিকের জনপ্রিয় চরিত্রে অভিনয় করেছেন রুদ্রজিৎ। 

1010

 সম্প্রতি শেষ হয়েছে 'এখানে আকাশ নীল', যেখানে ঝিনুকের চরিত্রে অভিনয় করে সকলের মন জিতে নিয়েছেন প্রমিতা।

Share this Photo Gallery
click me!

Latest Videos