বাংলা টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী প্রমিতা চক্রবর্তী ওরফে ঝিনুক এখন নেটিজেনদের নজরে।
210
বিয়ের আর খুব বেশি দেরি নেই। তার আগেই হবু বরের সঙ্গে সোহাগে মাতলেন অভিনেত্রী প্রমিতা।
310
বিয়ের আগেই একে অপরের সঙ্গে আদরে-সোহাগে মাতলেন টলিপাড়ার এই জনপ্রিয় কাপল।
410
প্রেমিকা প্রমিতাকে কাছে টেনে আদরে সোহাগে ভরিয়ে দিলেন রুদ্রজিৎ। মুহূর্তের মধ্যে এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
510
একে অপরের সঙ্গে আদরে মত্ত হয়ে একের পর এক ছবিতে পোজ দিয়েছে টলিপাড়ার এই লাভবার্ডস।
610
আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে-র দিন রেজিস্ট্রি করে বিয়ে সারতে চলেছেন এই যুগল। সূত্র থেকে জানা গেছে পুরুলিয়া র একটি রিসর্টে হবে রেজিস্ট্রির অনুষ্ঠান।
710
রেজিস্ট্রির দিনই আংটিবদল অনুষ্ঠান সারা হবে বলে জানা গেছে। সূত্র থেকে আরও জানা গেছে, রুদ্রজিৎ ও প্রমিতার বন্ধুবান্ধবরাও তাদের এনগেজমেন্টে উপস্থিত থাকবেন।