মাতৃদিবসে ইতিমধ্যেই সোশ্যা মিডিয়ার নিউজ ফিড উপচে পড়েছে সকলের মায়ের ছবিতে। কেউ মায়ের সঙ্গে ছবি কিংবা মায়ের একার ছবি, অথবা ছোটবেলার মায়ের কোলে থাকার ছবি শেয়ার করে চলেছে। এমনকি রয়েছে মায়ের সঙ্গে ভিডিও। আর পাঁচজন সাধারণ মনুষের মতই তারকারাও শুরু করেছেন মায়েদের সঙ্গে নানা ধরণের পোস্ট। করুনাময়ী রাণী রাসমণি ধারবাহিকের দিতিপ্রিয়া, ঐন্দ্রিলা, রোশনি থেকে শুরু করে এখানে আকাশ নীলের অনামিকা চক্রবর্তী, শ্রীমা ভট্টাচার্য, স্বস্তিকা দাস, ঐন্দ্রিলা শর্মা সকলেই পোস্ট করেছেন মায়ের ছবি। নিজেদের মায়ের পাশাপাশি সকল মায়েদেরই শুভেচ্ছা জানিয়েছেন মাতৃদিবসের।