বাঙালির উৎসবের মরসুম, প্রতিবছরের মতই বিজয়া অনুষ্ঠানে সেজে উঠল জি বাংলা, সঙ্গে একগুচ্ছ প্রিয় তারকা

দুর্গাপুজোর দশমী মানেই ম্লান মুখে উৎসবের মরসুমকে বিদায় জানানো, আলিঙ্গনে শুভেচ্ছাবার্তা, আর প্রার্থণা, একটা বছর যেন সকলেই ভালো থাকে, সুস্থ থাকে, কিন্তু সত্যি কি আলোর রসনাই ইতিটানে দশমীতে! দিন ঘুরতে না ঘুরতেই লক্ষ্মী পুজো, কালী পুজো, জগধাত্রী পুজো, সময় মিলিয়ে এক হই হই করে সময় কাটানোর মাস এই অক্টোবর-নভেম্বর। আর তাই সেই আমেজকে ধরে রাখতেই প্রতিবছরের মত এবছরও বিজয়া বৈঠকে মাতল জি বাংলার তারকারা...

Jayita Chandra | Published : Nov 6, 2020 4:27 AM IST
19
বাঙালির উৎসবের মরসুম, প্রতিবছরের মতই বিজয়া অনুষ্ঠানে সেজে উঠল জি বাংলা, সঙ্গে একগুচ্ছ প্রিয় তারকা

প্রতিবছরই বিজয়ের সম্মিলনীতে জি বাংলা সেট সেজে ওঠে নতুন করে। প্রিয় তারকাদের উপস্থিতিতেই জমজমাট আড্ডা।

29

২০২০ তার ব্যতিক্রম হল না। এবারেও বৈঠকি আড্ডায় মেতে উঠলেন টেলিভিশনের প্রিয় তারকার। 

39

অনুষ্ঠানের সঞ্চালনায় সাহেব ও সুদীপ্তা। প্রতিটি ধারাবাহিকেরই কলাকুশলীদের উপস্থিতিতে জমে ওঠা বিজয়া বৈঠকে এবারো থাকছে ভরপুর মজা।

49

দশমীতে বিজয়া নয়, মাস ধরে চলতে থাকা একের পর এক পরব অনুষ্ঠানে মত্ত বাঙালি উৎসবে মাতোয়ারা।

59

 তবে অন্যান্যবারের থেকে এবছর পুজোর আমেজ খানিকটা ফিকে। আর তাই দর্শকের মনে আনন্দের আমেজকে আরো একবার জাগিয়ে তুলতে হাজির জি বাংলা।

69

গান বাজনা সঙ্গে শৈশবে পুজোর আড্ডা, সব মিলিয়ে এ যেন পুনরায় উৎসবকে ফিরে দেখা। সঙ্গে তো রয়েছেই ধারাবাহিকের প্রিয় জুটি।

79

দীর্ঘদিন লকডাউনে গৃহবন্দি মানুষের কাছে টেলিভিশন জগত ছিল খানিক খোলা হাওয়ার মত। তাহলে একসময় হয়ে যায় বন্ধু। ধারাবাহিকের পুরনো ফ্রেমেই নজর রেখেছিলেন দর্শকেরা।

89

কয়েকদিন হল নতুন করে তারকাদের আবার কাছে পেয়েছে ড্রয়িং রুম। তার ওপর বাড়তি পাওনা এই সম্মিলনীর আড্ডা। 

99

বিজয়া বৈঠক সম্প্রচারিত হবে ৮ নভেম্বর দুপুর তিনটে থেকে ৫:৩০ পর্যন্ত।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos