চরিত্র নিয়ে কাটাছেড়া করতে বেশ পছন্দ করেন অভিনেত্রী। তেমনই ছাপোষা বাঙালি থেকে বোল্ড লুক, সবেতই বাজিমাত পায়েলের। ৩৬ বছরেও তার রূপের গ্ল্যামার যেন ঠিকরে বেরোচ্ছে।
27
২১-এর বিধানসভা নির্বাচনে বেহালা পূর্বের তারকা প্রার্থী পায়েল সরকার। উষ্ণতা মাখানো অবতারে নয় বরং সাদামাটা পোশাকেই ভোটপ্রচারে দেখা গিয়েছে অভিনেত্রীকে।
37
এবার বিধিভঙ্গ করার অভিযোগ উঠল বেহালার বিজেপি তারকা প্রার্থী পায়েল সরকারের বিরুদ্ধে।
47
চতুর্থ দফায় ভোট রয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার বেহালা, টালিগঞ্জ, কসবা ও যাদবপুরে। ভোটের দিন ভোটারদের বাড়িতে গিয়ে কী করছেন বিজেপি তারকা প্রার্থী পায়েল, উঠছে একাধিক প্রশ্ন।
57
ভোটের দিন নিজের দলের কর্মীদের বাড়িতে যাওয়ার নির্বাতনী বিধি বহির্ভূত বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
গত কয়েকদিন আগেই বেহালা পূর্বে প্রচারে বেরিয়ে গুন্ডাদের হাতে আক্রান্ত হন বিজেপি প্রার্থী পায়েল সরকার । তারপরেই ম্যানেজারের উপর হামলার ঘটনা নিয়ে সাংবাদিক সম্মেলন করেন পায়েল সরকার।