বুকখোলা পোশাকে 'অন্তর্বাস' দেখিয়ে ভোটপ্রচার নয়, BJP-TMC কর্মীর বাড়িতে গিয়ে কী করছেন পায়েল

Published : Apr 10, 2021, 11:15 AM IST

২১-এর ভোটযুদ্ধ শুরু হয়ে গিয়েছে বঙ্গে। টলিপাড়ার একঝাঁক তারকারা ঝুঁকেছেন রাজনীতিতে। হেভিওয়েট প্রার্থীরা নয়, রাজনীতির নতুন মুখ টলি তারকারাই। তিন দফার ভোট হয়ে গেছে। আজ চতুর্থ দফার ভোট।  প্রার্থীদের জন্য বিধানসভা নির্বাচনে জোরকদমে চলছে শেষ মুহূর্তের ভোটের প্রচার। তারকারাও দিন-রাত এক করে সামিল হয়েছেন ভোট প্রচারে। এবার বিধিভঙ্গ করার অভিযোগ উঠল বেহালার বিজেপি তারকা প্রার্থী পায়েল সরকারের বিরুদ্ধে। ভোটের দিন ভোটারদের বাড়িতে গিয়ে কী করছেন বিজেপি তারকা প্রার্থী পায়েল, উঠছে একাধিক প্রশ্ন।

PREV
17
বুকখোলা পোশাকে 'অন্তর্বাস' দেখিয়ে ভোটপ্রচার নয়, BJP-TMC কর্মীর বাড়িতে গিয়ে কী করছেন পায়েল


চরিত্র নিয়ে কাটাছেড়া করতে বেশ পছন্দ করেন অভিনেত্রী। তেমনই  ছাপোষা বাঙালি থেকে বোল্ড লুক, সবেতই বাজিমাত পায়েলের। ৩৬ বছরেও তার রূপের গ্ল্যামার যেন ঠিকরে বেরোচ্ছে।

27

২১-এর বিধানসভা নির্বাচনে বেহালা পূর্বের তারকা প্রার্থী পায়েল সরকার।   উষ্ণতা মাখানো অবতারে নয় বরং সাদামাটা পোশাকেই ভোটপ্রচারে দেখা গিয়েছে অভিনেত্রীকে।

37

এবার বিধিভঙ্গ করার অভিযোগ উঠল বেহালার বিজেপি তারকা প্রার্থী পায়েল সরকারের বিরুদ্ধে। 

47

চতুর্থ দফায় ভোট রয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার বেহালা, টালিগঞ্জ, কসবা ও যাদবপুরে। ভোটের দিন ভোটারদের বাড়িতে গিয়ে কী করছেন বিজেপি তারকা প্রার্থী পায়েল, উঠছে একাধিক প্রশ্ন।

57

ভোটের দিন নিজের দলের কর্মীদের বাড়িতে যাওয়ার নির্বাতনী বিধি বহির্ভূত বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

67

শনিবার সকালে  বেহালা পূর্বের আক্রান্ত বিজেপি কর্মীর  বাড়িতে যাওয়ার অভিযোগ উঠেছে পায়েলের বিরুদ্ধে। এমনকী অভিযুক্ত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ারও অভিযোগ উঠেছে পায়েলের বিরুদ্ধে।

77

গত কয়েকদিন আগেই বেহালা পূর্বে প্রচারে বেরিয়ে গুন্ডাদের হাতে আক্রান্ত হন বিজেপি প্রার্থী পায়েল সরকার । তারপরেই ম্যানেজারের উপর হামলার ঘটনা নিয়ে সাংবাদিক সম্মেলন করেন পায়েল সরকার।
 

click me!

Recommended Stories