ইসকনের রথের দড়িতে টান থেকে আরতি, নিখিল এখন অতীত, একাকী শুভেচ্ছা জানালেন 'Pregnant' নুসরত

নুসরত জাহান। টলিউডের সারা জাগানো অভিনেত্রীদের তালিকায় সবার প্রথমেই উঠে আসে তার নাম। মৌলবাদীদের চোখরাঙানিকে  বুড়ো আঙুল দেখিয়ে গত ২ বছর  নিখিলের হাত ধরেই ইসকনের রথের দড়িতে টান দিয়েছিলেন নুসরত। তবে এবারের ছবিটা পুরো উল্টো, বছর ঘুরতে না ঘুরতেই বদলে গেছে সম্পর্কের সমীকরণ। এবার আর নিখিলকে নিয়ে নয়, বরং একাই রথযাত্রার শুভেচ্ছা জানালেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান।

Riya Das | Published : Jul 12, 2021 10:23 AM IST
110
ইসকনের রথের দড়িতে টান থেকে আরতি, নিখিল এখন অতীত, একাকী শুভেচ্ছা জানালেন 'Pregnant' নুসরত

গত বছরেই ইসকনের উল্টো রথে অংশ নিয়েছিলেন সাংসদ অভিনেত্রী নুসরত। তবে তিনি একা নন পাশে ছিলেন স্বামী নিখিলও। 

210

রথের দড়িতে টান দিয়েই ক্ষান্ত হননি বরং সমস্ত রীতি মেনে মন্ত্রোচ্চারণ করে আরতিও করেছিলেনঅভিনেত্রী।  সকলের ট্রোল উপেক্ষা করেই বারেবারে বুঝিয়ে দিয়েছিলেন, 'সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।'

310

 সবুজ রঙের সালোয়ার কামিজে পুরো বাঙালি বেশে  সমস্ত আচার পালন করতে দেখা গেছিল নুসরতকে। যদিও এসব এখন অতীত। এবারের ছবিটা পুরো উল্টো।

410


বছর ঘুরতে না ঘুরতেই বদলে গেছে সম্পর্কের সমীকরণ। এবার আর নিখিলকে নিয়ে নয়, বরং একাই রথযাত্রার শুভেচ্ছা জানালেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান।

510


এসব পাল্টেছে সম্পর্কে রং। রথের দিন নিখিলের পাশে না থাকলেও অনুরাগীদের একাই শুভেচ্ছা জানালেন নুসরত জাহান।

610
রথযাত্রায় শুভেচ্ছা জানিয়ে অভিনেত্রী লিখেছন, 'রথযাত্রার অনেক শুভেচ্ছা, আপনাদের জীবন আনন্দে ভরে উঠুক'।
710


এবারের ছবিটা পুরো উল্টো, বছর ঘুরতে না ঘুরতেই বদলে গেছে সম্পর্কের সমীকরণ। এবার আর নিখিলকে নিয়ে নয়, বরং একাই রথযাত্রার শুভেচ্ছা জানালেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান।

810


এবারের ছবিটা পুরো উল্টো, বছর ঘুরতে না ঘুরতেই বদলে গেছে সম্পর্কের সমীকরণ। এবার আর নিখিলকে নিয়ে নয়, বরং একাই রথযাত্রার শুভেচ্ছা জানালেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান।

910

রূপকথার বিয়ে থেকে বিচ্ছেদ নিখিল- নুসরতের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা আজও তুঙ্গে। দীর্ঘ সাত মাস ধরেই আলাদা থাকছেন নুসরত-নিখিল। গর্ভের সন্তানকে নিজের সন্তান বলে মানতে নারাজ নিখিল।

1010

নেটদুনিয়ার হট সেনসেশন অন্তঃসত্ত্বা নুসরত জাহানের গর্ভের সন্তানের বাবা কে? এই নিয়ে এখন তর্জা চলছে। 
 

Share this Photo Gallery
click me!

Latest Videos