কখনও উন্মুক্ত নাভীর উষ্ণতা, কখনও কাঁধ থেকে খুলে আসা পোশাকের হটনেস ফাণ্ডা, নেটদুনিয়ায় ঝড় তুলছেন দর্শনা

Published : Mar 26, 2021, 05:00 PM IST

টেলি দুনিয়ায় পরিচিত মুখ হলেন দর্শনা বনিক। তবে বাংলার বিনোদন জগতের মাধ্যমে যত না দর্শক মনে জায়গা করে নিয়েছে দর্শনা, তার থেকে অনেক বেশি বিস্তার তাঁর সোশ্যাল দুনিয়ায়। একের পর এক সোশ্যাল পোস্টে ঝড় তোলা তাঁর উষ্ণ আবেদন মুহূর্তে নজর কাড়ে ভক্তমহলের।

PREV
18
কখনও উন্মুক্ত নাভীর উষ্ণতা, কখনও কাঁধ থেকে খুলে আসা পোশাকের হটনেস ফাণ্ডা, নেটদুনিয়ায় ঝড় তুলছেন দর্শনা

দর্শনা বনিক এক কথায় বলতে গেলে সোশ্যাল মিডিয়ায় তাঁর উপস্থিতিতেই ঝড় ওঠে ভক্তমনে।

28

কখনও খোলামেলা পোশাকে সাহসী লুক, কখনও আবার স্টানিং ফোটোশ্যুটে ঝড় তোলে নেট পাড়ায়।

38

দিনে দিনে ভক্তের সংখ্যা বেড়েই চলেছে দর্শনার। শুধু ছবি নয়, পাশাপাশি বেশ কিছু ভিডিও শেয়ার করেও নেট দুনিয়ায় নজর কেড়েছেন তিনি।

48

একের পর এক ছবি মুহূর্তে হয়ে ওঠে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কখনও সাবেকি লুক, কখনও আবার ওয়েস্টার্ন লুকে নজর কাড়েন দর্শনা।

58

প্রতিটি ছবিতেই তিনি যেন আলাদা আলাদা স্টাইল স্টেটমেন্ট নজির গড়েন। গ্ল্যামারাস দর্শনার এই ছবি দেখতেই সোশ্যাল মিডিয়ায় ভিড় জমছে।

68

উন্মুক্ত ক্লিভেজ থেকে শুরু করে অন্তর্বাসে ঝড় তোলা লুক, দর্শনা বরাবরই হট পোজে নজর কাড়তে সিদ্ধ হস্ত।

 

78

ঐশ্বর্য লুক থেকে শুরু করে সুইট লুকে ঘয়োরা পোস্ট, ছোট পর্দা থেকে বড় পর্দা, দর্শনার ভক্তমহলের কাছে তাঁর উষ্ণ আবেদনই শেষ কথা।

 

88

বড় পর্দায়ও বেশ কিছু ছবিতে দেখা গিয়েছে তাঁকে। এখন বড় কোনও প্রজেক্টে ডেবিউ করার অপেক্ষায় দিন গুণছে ভক্তরা।

click me!

Recommended Stories