আর রাণীমা নয়, এবার দিতিপ্রিয়া হলেন অপুর অপর্ণা, KIFF-এর শোভা বাড়ল 'রাসমণি'র লাবণ্যে

Published : Jan 12, 2021, 09:42 PM IST

অপু ও অপর্ণা ফের ফিরল সাদা কালো পর্দায়। ১৯৫৯-এর অপুর সংসারের অপু, অপর্ণাকে ফের সিনেপর্দায় ফুটিয়ে তুলল অর্জুন চক্রবর্তী এবং দিতিপ্রিয়া রায়। পরিচালক শুভ্রজিৎ মিত্রের 'অভিযান্ত্রিক'-এ তাঁদের অপু ও অপর্ণার চরিত্রে দেখা গিয়েছে। সত্যিজিৎ রায়ের পরিচালনার প্রায় ৬০ বছর পর অপু-অপর্ণার নতুন রূপ পাবে দর্শকমহল। সেই ছয় দশক আগের সৌমিত্র চট্টোপাধ্যায় এবং শর্মিলা ঠাকুরের 'অপুর সংসার' দাগ কেটে গিয়েছিল বাঙালি দর্শকের মনে।   

PREV
19
আর রাণীমা নয়, এবার দিতিপ্রিয়া হলেন অপুর অপর্ণা, KIFF-এর শোভা বাড়ল 'রাসমণি'র লাবণ্যে

সেই রকমই ছাপ ফেলতে পারবে কি দিতিপ্রিয়া এবং অর্জুন। প্রশ্ন উঠছে বিনোদন ও দর্শকমহলে। 

29

সম্প্রতি শুরু হয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ২৬ তম চলচ্চিত্র উৎসবে অয়োজিত হল অভিযান্ত্রিকের প্রথম স্ক্রিনিং।

39

যেখানে উপস্থিত ছিলেন অর্জুন, দিতিপ্রিয়া। দিতিপ্রিয়া নিজের প্রোফাইলে 'অভিযাত্রিক'র স্ক্রিনিংয়ের কিছু মুহূর্ত শেয়ার করেছেন।

49

ধূসর ও নীলচে সিল্কের শাড়িতে দেখা গিয়েছে দিতিপ্রিয়াকে। কালো রঙের হাই নেক টপের সঙ্গে শাড়িটি পরেছেন দিতিপ্রিয়া। 

59

হালকা গয়নাতেই সেজে উঠেছিলেন তিনি। সাইড স্যোয়েপ্ট চুলে দিতিপ্রিয়ার এক অন্য রূপ ধরা পড়ল ক্যামেরায়। 

69

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শোভা বাড়ালেন নিজের ন্যাচারাল বিউটির মাধ্যমে। 

79
89

অর্জুনের সঙ্গে ক্যামেরায় পোজ দিতে দেখা দগিয়েছে দিতিপ্রিয়াকে। রাণীমার খোলস ছেড়ে এখন তিনি অপর্ণার দিকে এগিয়ে গিয়েছেন।

99

আটপৌঢ়ে শাড়ি, কপালে বড় সিঁদুরের টিপ, হালকা কাজল। শর্মিলা ঠাকুরের মতই সাজানো হয়েছে তাঁকে।   

click me!

Recommended Stories