মল্লিক বাড়িতেও ধুমধাম করে হয়েছে দুর্গাপুজো সেলিব্রেশন। দশমীতেও জমজমাট কোয়েল মল্লিকের বাড়ির পুজো। ঘরের মেয়ের মতোই মা-বাবা-স্বামী-সন্তান সহ পুরো পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দে মেতে ওঠলেন কোয়েল। বিসর্জনের সকলের সঙ্গে সিঁদুর খেলায় মাতলেন কোয়েল মল্লিক। লাল পাড় সাদা রঙের শাড়ি, হাতে শাখা-পলা পরে বাঙালি সাজে অনুরাগীদের মুগ্ধ করলেন কোয়েল। পুজোর কটা দিন নায়িকা নন বরং বাড়ির মেয়ের মতোই পুজো কাটান কোয়েল।